বাংলারজমিন

রাঙ্গার বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ নির্বাচন করার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ও র‌্যাব’র ডিজি’র নাম ভাঙিয়ে জাতীয় পার্টির মহাসচিব গঙ্গাচড়া-১ আসনের মহাজোটের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল) প্রচারণা চালাচ্ছেন এমন অভিযোগ করলেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু (মোটরগাড়ি)। গতকাল বিকালে গঙ্গাচড়ার নিজ বাসভবনে বাবলু সংবাদ সম্মেলন করে বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও তার কর্মীবাহিনী আমাকে এবং আমার সমর্থকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সেইসঙ্গে গার্লস স্কুল এলাকাসহ ২টি নির্বাচনী অফিস, মোটরসাইকেল ভেঙে দিয়ে কর্মীদেরকে পিটিয়ে লাঞ্ছিত করেছে। এ সময় বাবলু বলেন, প্রতিমন্ত্রী রাঙ্গা নির্বাচনী পরিবেশ নষ্ট করেছেন, তা পদে পদে প্রমাণ রেখে গেছেন। তিনি নিজে দেশের সবচেয়ে বড় গুণ্ডা বলে একাধিক জায়গায় বলেছেন। তিনি আরও বলে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠে থাকতে পারবো না। এতে আমি শঙ্কিত হয়ে পড়েছি সুষ্ঠু নির্বাচন নিয়ে। ভোটারদের ভালোবাসায় এত হুমকি থাকা সত্ত্বেও আমি নির্বাচনের মাঠে রয়েছি। এরপর র‌্যাব’র মহাপরিচালককে দিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে ভয় দেখিয়েছেন। আমাকে নির্বাচনী প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না। শুধু আমার কর্মীকেই নয়, তাদের পরিবারের লোকজনকে ভয় দেখাচ্ছেন প্রতিমন্ত্রী রাঙ্গার লোকজন। কারা কারা আমার সঙ্গে নির্বাচনে সহযোগিতা করছে তাদের তালিকা করে পুলিশে ধরিয়ে দিয়ে পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে। বাবলু অভিযোগ করেন, কয়েকদিন আগে কাশিয়া বাড়ি এলাকার কফিল উদ্দিনের পুত্র মোফা নামে এক কর্মীকে মোটরগাড়ি মার্কায় প্রচারণার সময় পুলিশ দ্বারা তাকে আটক করিয়েছেন রাঙ্গা। যদিও তাকে পরে ছেড়ে দেয়া হয়। এরপর থেকে ওই কর্মী আমার নির্বাচনের প্রচারণায় আর অংশ নেয়নি। রাঙ্গার পক্ষে পুলিশ প্রশাসন কাজ করছে অভিযোগ এনে বাবলু বলেন, গঙ্গাচড়া থানার ওসি তার প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি প্রতিমন্ত্রীর পক্ষে কাজ করছেন। এতে করে নির্বাচনের পরিবেশ ঠিক থাকছে না। আমার কর্মী-সমর্থকরা রাঙ্গার সন্ত্রাসী বাহিনী ও পুলিশের ভয়ে ভীত হয়ে পড়েছে। ভোটাররাও শঙ্কায় রয়েছেন ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না। তিনি বলেন, মহাজোট-জাপা প্রার্থী রাঙ্গা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বলে বেড়াচ্ছেন যদি ২টিও ভোট পান তবে তিনি নির্বাচিত হবেন এমন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন। বাবলু বলেন, ইতিপূর্বে রাঙ্গার বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোনো কাজ হয়নি। প্রতিমন্ত্রী রাঙ্গার এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন বরাবর আমি আবারও অভিযোগ দেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status