এক্সক্লুসিভ

দেশে শিক্ষিত বেকার থাকবে না: জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে দেশে একটিও শিক্ষিত বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পাঠ শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে শিক্ষিত একটাও বেকার থাকার অবকাশ নেই। গ্রাজুয়েটের চাকরি হবে। কম শিক্ষিতেরও চাকরি হবে। অন্যদের কর্মসংস্থান হবে। ডা. জাফরুল্লাহ বলেন, কর্মসংস্থানের দিকে আমরা দুভাবে নজর দিয়েছি। একটা শিক্ষিত বেকার, আরেকটা কম শিক্ষিত। এতে চিন্তার কোনো কারণ নেই। সারা পৃথিবীতে বয়োবৃদ্ধের সংখ্যা বাড়ছে। তাদের দেখাশোনা কে করবে? তাদের দেখাশোনা করার জন্যও যুবকদের প্রয়োজন হবে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তরুণ-তরুণীর সংখ্যা সর্বাধিক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ বলেন, দেশে যখন সুশাসন থাকে না, নৈরাজ্য থাকে তখন বিদেশেও মান-সম্মান থাকে না। কামাল হোসেনের নেতৃত্বে আমাদের বিজয়ের পরে সর্বক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের শিক্ষিত একটা বেকারও থাকার অবকাশ নেই। জাপান থেকে আফ্রিকা পর্যন্ত কৃষিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এজন্য প্রয়োজন একটা ভাষা শেখা। তিনি আরো বলেন, মইনুল হোসেন আজ জেলে। আজ কামাল হোসেনের বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এসব বাজে কথা বন্ধ করেন। সুষ্ঠু নির্বাচন হলে দেশের পরিবর্তন অবশ্যম্ভাবী। আমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ মেরে পৃথিবীর কোনো দেশে জঙ্গিবাদ নিরসন হয়নি, মাদকও নিরসন হয়নি। এ সরকার মাদক নিরসনের কথা বলে বিনা বিচারে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা কোনো চিকিৎসা নয়। আপনারা সুষ্ঠু নির্বাচন দেন, তাহলে দেখবেন সব সমস্যা অতি সহজে সমাধান হয়ে যাবে। জনগণ শান্তি চায়। জনগণ কল্যাণকর বাংলাদেশ চায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status