এক্সক্লুসিভ

চট্টগ্রামের সর্বত্রই নৌকার পোস্টার-ব্যানার নেই ধানের শীষ

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের সর্বত্রই ছেয়ে গেছে নৌকার পোস্টার আর ব্যানার। কিন্তু দেখা মিলছে না ধানের শীষের পোস্টার ও ব্যানার। কিছু জায়গায় দেখা গেলেও তা ফাটা-ছেঁড়া। মাঠের প্রচারণায়ও তেমন নেই বিএনপির প্রার্থীরা। মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের আদলে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং মহাজোটের আদলে আওয়ামী লীগ জোটের প্রার্থীরা অংশ নিলেও মাঠের প্রচারণায় এমন তফাৎ দেখা গেছে চট্টগ্রামের ১৬টি আসনে।

বিএনপির প্রার্থীরা বলছেন-ক্ষমতাসীন দলের প্রার্থীর অনুসারীদের হুমকি-ধমকি ও হামলার ভয়ে মাঠের প্রচারণায় যেমন বাধার সম্মুখীন হচ্ছেন, তেমনি পোস্টার আর ব্যানারও লাগাতে দিচ্ছে না। পোস্টার-ব্যানার লাগালেও তা প্রকাশ্যে তুলে ও ছিঁড়ে ফেলে দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অবশ্যই এ অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু বলেন, বিএনপি নেতাকর্মীরা তো পোস্টার লাগাচ্ছেই না। তারা হতাশাগ্রস্ত হয়ে গেছে, তাই নিজেদের দোষ ঢাকতে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। একজন রাজনীতিক হিসেবে আমি বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই, জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করুন। জনগণ যে আপনাদের সঙ্গে নেই তা এখন পরিষ্কার।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সমপাদক ইদ্রিস আলী এ প্রসঙ্গে বলেন, বিএনপির প্রার্থীরা পোস্টার ও ব্যানার যা লাগাচ্ছে, রাতের আঁধারে সরকারি দলের নেতাকর্মীরা তা ছিঁড়ে ফেলে দিচ্ছে। বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের মারধর করে পোস্টার ছিনিয়ে পুড়িয়ে দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশের দরকার আওয়ামী লীগ তা নিজেই নষ্ট করছে, যেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ায়। কিন্তু আমাদের ওপর যতই হামলা-মামলা করা হোক শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকবোই।
ইদ্রিস আলী জানান, গত ১১ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর চট্টগ্রাম-৯ কোতোয়ালি-বাকলিয়া আসনের বাকলিয়া এলাকায় ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় তারা তিন শতাধিক পোস্টার পুড়িয়ে দেয়। এমনকি ওয়ার্ড বিএনপি নেতা ইয়াকুবকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে-পরে লাগানো পোস্টারগুলোও ছিঁড়ে ফেলে দেয়।

চট্টগ্রাম-১১ আসনের বন্দর পতেঙ্গা আসনের পতেঙ্গা এলাকায় ধানের শীষের প্রার্থী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের মারধর করে শতাধিক পোস্টার ছিনিয়ে নেয়। এর আগে এবং পরে যেসব পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে তার সিংহভাগই খুলে ছিঁড়ে ফেলে দেয়।

চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান জানান, এ আসনের বোয়ালখালী ও চান্দগাঁওয়ের অলিগলিতে ধানের শীষের যেসব পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে তার অধিকাংশই ছিঁড়ে নালায় ফেলে দিয়েছে নৌকা প্রার্থী মইন উদ্দিন খান বাদলের অনুসারীরা। এমনকি মাঠের প্রচারণায় না যাওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। যা উপেক্ষা করে প্রচারণায় নামায় আমার বাসায় গুলি ও ককটেল হামলা করেছে।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের ধানের শীষের প্রার্থী নুরুল আলম জানান, পৌরসভা ও উপজেলার ১৫ ইউনিয়নের অলি-গলিতে ধানের শীষের পোস্টার-ব্যানার লাগানো হলেও অদৃশ্য শক্তির নির্দেশে সব ছিঁড়ে ফেলে দিয়েছে নৌকার প্রার্থীর অনুসারী দুষ্কৃতকারীরা।
একইভাবে পোস্টার-ব্যানার লাগাতে না দেয়া এবং ছিঁড়ে ফেলার কথা জানান চট্টগ্রাম-১ মিরসরাই আসনের ধানের শীষের প্রার্থী নুরুল আমিন, চট্টগ্রাম-২ সীতাকুণ্ড আসনের ধানের শীষের প্রার্থী ইসহাক কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ওমর ফারুক সনি, চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের ধানের শীষের প্রার্থী সরোয়ার জামাল নিজামও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status