বিনোদন

নাট্যকার মান্নান হীরা হাসপাতালে

স্টাফ রিপোর্টার

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৩:৫১ পূর্বাহ্ন

হৃদরোগে আক্রান্ত হয়েছেন বরেণ্য নাট্যকার, নির্মাতা ও অভিনেতা মান্নান হীরা। আজ সকালে মগবাজারের তার নিজ অফিসে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই সময়ে তাকে দ্রুত পার্শ্ববর্তী রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। আরণ্যক নাট্যদলের সদস্য অপু মেহেদী রয়েছেন মান্নান হীরার সঙ্গে। মেহেদী জানান, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে গুণী এই মানুষটিকে। ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মান্নান হীরা। তার আগে মান্নান হীরা ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যে ছবি পরিচালনা করেন। এছাড়া তিনি আরণ্যক নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেন। মান্নান হীরা রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে, ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’, ‘লাল জমিন’ প্রভৃতি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status