অনলাইন

পুলিশী নিরাপত্তার নামে গৃহবন্দী আছি- ড. জালাল উদ্দিন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ২:৫২ পূর্বাহ্ন

পুলিশী নিরাপত্তার নামে নিজ বাড়িতে গৃহবন্দী আছেন বলে অভিযোগ করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) নির্বাচনী আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। তিনি আজ সোমবার মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়াতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

সংবাদ সন্মেলনে ড. জালার উদ্দিন অভিযোগ করে বলেন, ১৪ই ডিসেম্বর শুক্রবার আমি বাবা-মায়ের কবর জিয়ারত করার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতে আসলে আমার নেতা-কর্মীদের ওপর পুলিশী হামলা চালানো হয়। এতে ৩০জনের বেশি নেতা-কর্মী আহত হয়। পুলিশ ১১জনকে আটক করে নিয়ে যায়। বর্তমানে পুলিশী নিরাপত্তার নামে আমি নিজ বাড়ীতেই গৃহবন্দী আছি। আমার বাড়ীর চারদিকে পুলিশ। দলীয় কোন নেতা-কর্মীকে আমার বাড়ীতে ঢুকতে দেয়া হচ্ছে না। পুলিশী আতঙ্কের কারণে আমার নেতা-কর্মীরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।

হুশিয়ারী দিয়ে ড. জালাল উদ্দিন বলেন, আজকের মধ্যে যদি পুলিশ আমাকে এই বন্দীদশা থেকে বের হতে না দেয় তবে আমি আমার নেতা-কর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো। এ ক্ষেত্রে কিছু হলে সকল দায় দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক নুরুর হক জিতু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status