দেশ বিদেশ

সাইদুল আনাম টুটুল গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ২:২২ পূর্বাহ্ন

গুণী নির্মাতা সাইদুল আনাম টুটুল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ধানম-ির ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। তার সহধর্মিণী মোবাশ্বেরা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। বুকে প্রচ- ব্যথা শুরু হয়। ভোররাত চারটার দিকে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তার শ্বাসকষ্ট হচ্ছে। এখন তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তিনি চিকিৎসক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। এদিকে গতকাল হাসপাতালে সাইদুল আনাম টুটুলকে দেখতে গিয়েছিলেন অভিনেতা, নির্মাতা ও ডিরেক্টর গিল্ডসের সভাপতি সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, টুটুল ভাইয়ের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার ফুসফুসে পানি জমেছে বলে জানান ডাক্তার। আল্লাহ টুটুল ভাইকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুনÑ সে প্রত্যাশা করি। তার পরিবারের একজন হয়ে সকলের কাছে সেই দোয়াই চাইছি। সিনেমাটোগ্রাফার রিপন রহমান খান সাইদুল আনাম টুটুলকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে দীর্ঘক্ষণ তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, শনিবার রাতে হার্ট অ্যাটাক করার পরপরই তাকে নিয়ে আমরা সবাই ল্যাবএইড হাসপাতালে চলে আসি। আমরা পুরো ‘কালবেলা’ ছবির ইউনিটই টুটুল ভাইয়ের পাশে আছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে নির্মাণাধীন ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি’ বই থেকে ‘কালবেলা’ ছবির গল্প নেয়া হয়েছে। ছবিটি প্রযোজনা করছে সাইদুল আনাম টুটুলের প্রতিষ্ঠান ‘আকার’। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status