দেশ বিদেশ

তিউনিসিয়াকে ৮৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি আরব

মানবজমিন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ২:১৭ পূর্বাহ্ন

তিউনিসিয়াকে প্রায় ৮৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থসহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ এ খবর নিশ্চিত করেছেন। শনিবার সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। চাহেদ বলেন, এ অর্থের মধ্যে ৫শ’ মিলিয়ন ডলার ব্যাবহার করা হবে বাজেট প্রণয়নে। এ ছাড়া, ২৩০ মিলিয়ন ডলার ব্যবহৃত হবে আমদানি ও ১শ’ মিলিয়ন ডলার ব্যবহৃত হবে বিভিন্ন প্রকল্পে। তবে, অর্থব্যয়ের বিষয়ে বিস্তারিত কিছু জানান নি তিনি।
গত মাসে, তিউনিসিয়া সফরের সময় জামাল খাসোগি হত্যাকা- নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির অধিবাসীরা। হাজার হাজার মানুষ রাজধানী তিউনিসে সালমান বিরোধী বিক্ষোভে যোগ দেন। তারা প্রিন্স সালমানকে তিউনিসিয়া ও ইয়েমেন থেকে দূরে থাকতে বলেন। কিন্তু প্রিন্স সব উপেক্ষা করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি চাহেদ এসেবসির সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশ দুটির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে, সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার বিষয়ে অঙ্গীকার করে তারা। সম্প্রতি তিউনিসিয়ার অর্থনীতি বেশ বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। সংকট কাটাতে প্রধানমন্ত্রী চাহেদ এ বছর বাজেট ছোট করতে বাধ্য হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status