প্রথম পাতা

পরিস্থিতি নো ইলেকশনের দিকেই যাচ্ছে

স্টাফ রিপোর্টার

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১০:২০ পূর্বাহ্ন

নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মনে করছেন নির্বাচনের প্রচার-প্রচারণার সময়ই সংঘাত ও হামলার ঘটনা দেখে মনে হচ্ছে পরিস্থিতি নো ইলেকশনের দিকে যাচ্ছে। নির্বাচন পরিস্থিতি নিয়ে মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ধরপাকড় হচ্ছে তা মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা ছাড়া অন্য কিছুই না। তিনি বলেন, যারা এসব করছে তারা হয়তো ভাবছেন, এটার বেনিফিট হচ্ছে মানুষ ভোট কেন্দ্রে গেল না। আমার তো মনে হচ্ছে তাদের সরল অংকটা ভুল হচ্ছে। তিনি বলেন, নির্বাচনটার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। হামলা-বাধার ঘটনায় মানুষের মধ্যে আরো বেশি ক্ষোভ জমছে। আসলে এসব কাজ কী একটা দলকে পুরোপুরি নির্বাচনী বৈতরণী পার করে দিতে পারবে? আমি তো খুব সন্দিহান। আমার মনে হচ্ছে,  বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছে। ইলেকশন না হওয়ার দিকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status