দেশ বিদেশ

দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে আনার চক্রান্ত চলছে -ওবায়দুল কাদের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১০:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিজয়ের মাসে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আজ দুই মেরুকরণে বিভক্ত। একদিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক উজ্জীবিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আর এক ধারায় রয়েছে বিএনপির নেতৃত্বে ঐক্য ফ্রন্টের ব্যানারে সাম্প্রদায়িক অশুভ শক্তি ৭১ সালে পরাজিত শক্তির সঙ্গে যুক্ত হয়েছে। আজকে একাদশ নির্বাচনকে সামনে রেখে দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। তিনি গতকাল সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি হাইস্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে। বিএনপি যতই গণতন্ত্রের কথা বলুক, যতই মুক্তিযুদ্ধের কথা বলুক বাস্তবে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা করছে। জঙ্গিবাদকে মদত দিচ্ছে।  ৩০শে ডিসেম্বর সাম্প্রদায়িক অশুভ শক্তিকে আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার পরাজিত করবোই। সারা বাংলাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ রকম গণজোয়ার আমি আর কখনো দেখিনি। বিএনপি এখন বুঝতে পেরেছে হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন বানচাল করতে আমরা দেবো না।
মওদুদ আহমদকে ইঙ্গিত করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখনো ঘরে বসে চক্রান্ত করছেন। নদীর ওপার থেকে সন্ত্রাসী এনে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করে নিয়ে যাবে। মওদুদ আহমদ ২০০১ সালে সকাল ১০টায় সিরাজপুর হাইস্কুল কেন্দ্রে গিয়ে বলেন, কি অবস্থা এখনো কি ভোট চলছে। এ হলো তার ছদ্মবেশী গণতন্ত্র। তার অন্তরে গণতন্ত্র নেই। আমার ১২ বছরের ক্ষমতার ৭ বছরে যে উন্নয়ন করেছি, মওদুদ আহমদ ২২ বছরেও তা করতে পারেননি। আজ বিজয় দিবসে চ্যালেঞ্জ করছি কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় তিনি উল্লেখযোগ্য একটি কাজও দেখাতে পারবেন না যে সেই কাজ দিয়ে তিনি ভোট চাইতে পারবেন। আর আমি ক্ষমতায় আসার পর থেকে মাকড়সার জালের মত গ্রামে গ্রামে রাস্তা, স্কুল, বিদ্যুৎ সংযোগ, মওদুদ আহমদের বাড়ির দরজায় রাস্তা পাকাকরণ করে দিয়েছি এবং তার বাড়ির পাশের স্কুলের ভবনও নির্মাণ করে দিয়েছি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম শরিফ চৌধুরী পিপুল, মুক্তিযোদ্ধা নুরনবী কমান্ডার, মুক্তিযোদ্ধা হাজী আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ। এর পর মন্ত্রী তার নির্বাচনী এলাকার নোয়াখালীর-৫ আসনের কবিরহাট উপজেলায় মুক্তিযোদ্ধারের সংবর্ধনা সভায় যোগ দেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status