দেশ বিদেশ

বরিশালের ৬ আসনের হিসাব-নিকাশ

জিয়া শাহীন, বরিশাল থেকে

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১০:১৫ পূর্বাহ্ন

সময় যত ঘনিয়ে আসছে, ভোটের হিসাব নিকাশ তত জটিল হচ্ছে। বরিশালের ৬টি আসনের আপাত দৃষ্টিতে ২টিতে এগিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর ৪টিতে বিএনপির সম্ভাবনা ৭০ ভাগ। তবে, হামলা মামলা আর সিটি করপোরেশনের মতো নির্বাচন হলে সব আসনই চলে যেতে পারে মহাজোটের কব্জায় এমনটা আশঙ্কা করছেন বিএনপি নেতাকর্মীরা।
ভোটের শুরুতে একমাত্র বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) আওয়ামী লীগের নিশ্চিত আসন ছিল। এ আসনে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ নির্বাচন করছেন। উন্নয়ন এবং প্রভাবে এখন পর্যন্ত তার জয় নিয়ে অনেকেরই সন্দেহ নেই। তার উপর বিএনপিতে সোবহান-স্বপন দ্বন্দ্বে সুবিধায় আছে আওয়ামী লীগ। উপরন্তু বিএনপি নেতাকর্মীরা এখন পর্যন্ত নির্বাচনী মাঠে দাঁড়াতেই পারছে না। বরিশাল-২ আসনে মনোনয়ন জটিলতায় পিছিয়ে পড়েছে আওয়ামী লীগ। এখানে জাতীয় পার্টির মাসুদ পারভেজ সোহেল রানা, আওয়ামী লীগের শাহে আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজনেই নির্বাচনের মাঠে থাকায় সুবিধা পেয়েছে বিএনপি। এখানে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন এলাকার জনপ্রিয় এস শারফুদ্দিন আহমেদ সান্টু। নির্বাচনের হিসাব নিকাশে এখানে বিএনপি ক্ষমতাসীনদের চেয়ে বেশ এগিয়ে। একই অবস্থা বরিশাল-৩ আসনে। এখানে মহাজোটের দুই শরিক দল ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টি (এরশাদ) এর দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনটিতে বিএনপি-আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টির প্রায় সমান জনপ্রিয়তা রয়েছে। এই চারটি দলই কোনো না কোনো সময়ে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছে। এবার মহাজোটের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সুবিধাজনক অবস্থায় বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ভোটাররাও দ্বিধা বিভক্ত মহাজোটের সিদ্ধান্তহীনতার কারণে। মনোনয়ন জটিলতায় বিএনপির নিশ্চিত আসন হিসাবে পরিচিত বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনটিতে এগিয়ে আওয়ামী লীগ। বিএনপির সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদকে বাদ দিয়ে এ আসনে নাগরিক ঐক্যের কেএম নুরুর রহমানকে মনোনয়ন দেয়ায় হতাশ বিএনপি নেতাকর্মীরা মাঠে নামছে না। অপরদিকে, নুরুর রহমানকে নির্বাচনী মাঠে পরিচয় করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পঙ্কজ নাথ। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। এ আসনেও গুটি কয়েক সমর্থক নিয়ে নাগরিক ঐক্যের প্রার্থী আওয়ামী লীগের প্রভাবশালী পঙ্কজ নাথের সমর্থকদের সামনে দাঁড়াতে পারছে না। বরিশাল-৫ আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে প্রকাশ্যে আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুককে সমর্থন দিলেও চাপা কোন্দলকে ভয় পাচ্ছেন তার সমর্থকরা। এলাকায় ব্যাপক উন্নয়ন করা শওকত হোসেন হিরনের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় অনেককে। হিরণ অনেক উন্নয়নের পরও বিএনপির আহসান হাবিব কামালের কাছে পরাজিত হয়েছিলেন। এ পরাজয়ে বিএনপির যতটা শক্তি তার চেয়ে আওয়ামী লীগের কোন্দলকে দায়ী করেছিলেন সবাই। তবে, সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ারকে আটকানো যাবে না বলেই তার সমর্থকদের দাবি। তবে, ২০০৮ সালের নির্বাচনে এই দুই প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেখানে মাত্র চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয় কর্নেল জাহিদ ফারুক শামিম। এবার এ আসনে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বড় দুটি দলেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু বড় সমর্থক দল রয়েছে ইসলামী আন্দোলনের। বরিশাল-৬ আসনে মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী নাসরিন জাহান রত্না। সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সঙ্গে খোদ পার্টির একাংশের চরম বিরোধিতা রয়েছে। উপরন্তু এলাকার আওয়ামী লীগও এবার রত্নার পাশে নেই। এই সুযোগটিই জয়ের পথ উন্মুক্ত করবে বিএনপি আবুল হোসেনের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status