দেশ বিদেশ

সোনারগাঁয়ে নসিমন চালককে মেয়রের মারধরের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১০:১৫ পূর্বাহ্ন

প্রকাশ্যে এক নসিমন চালককে পিটিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি। মারধরের সময়ে ওই চালক বার বার ক্ষমা চেয়ে আহাজারি করেন। এমনকি মেয়রের দুই পা ধরে বসে থেকে কয়েক বার মাফ চাইলেও মন গলেনি মেয়রের। উল্টো আরো চটে যান তিনি। পরে আরো কয়েক দফা তাকে হাতের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় চলছে। নিন্দার ঝড় উঠছে সর্বত্র। রীতিমতো ভাইরাল হয়ে গেছে ওই ভিডিও। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ জাদুঘরের প্রধান ফটকের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ করে নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান। সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই নসিমনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে মেয়র সাদেকুর রহমানের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাদেকুর রহমান গাড়ি থেকে নেমে নিজের হাতে থাকা লাঠি দিয়ে ওই যুবককে মারতে শুরু করেন। ওই যুবক অপরাধ স্বীকার করে মেয়রের পায়ে ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি। পরবর্তীতে মেয়রের সমর্থকরাও ওই যুবককে মারধর করে গাড়িসহ আটক করে রাখে। এদিকে গাড়িচালককে মারধরের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মেয়র সাদেকুর। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ায় মেয়রের শাস্তি দাবি করছেন অনেকে। ওদিকে মেয়রের এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মহাজোটের মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষ। তাদের আশঙ্কা এই ঘটনা ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। মেয়রের সঙ্গে যোগাযোগ করলে সাদেকুর রহমান বলেন, আমি আমার গাড়ি খুব যত্ন করে রাখি। কিন্তু ওই ছেলে দ্রুতগতিতে এসে বাঁশ বোঝাই নসিমন লাগিয়ে আমার গাড়িটি দুমড়ে মুচড়ে ফেলে। তাই ক্ষোভে হাতের লাঠি দিয়ে কয়েকটি আঘাত করি। পরে স্থানীয়রা ওই ছেলেকে গাড়িসহ আটক করে রাখে। তিনি আরো বলেন, রাগে ওই ছেলেকে মারধর করেছি। কিন্তু সেটা আমি ভুল করেছি। তাই পরে ক্ষমা চেয়ে ওই ছেলেকে ছেড়ে দেই। এদিকে রোববার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি অনুষ্ঠানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র সাদেকুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status