দেশ বিদেশ

কলকাতা ও আগরতলায় বিজয় দিবস সাড়ম্বরে পালিত

কলকাতা প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১০:০০ পূর্বাহ্ন

 বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস রোববার কলকাতাসহ উত্তরপূর্ব ভারতে সাড়ম্বরে পালিত হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে এদিন থেকে শুরু হয়েছে তিনদিনের বিজয় উৎসব। বিকালে উপ-হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশ উৎসবের সূচনা করে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনের কথা উল্লেখ করেন। বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই  বিজয় উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী ও দুই দেশের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। বিজয় উৎসব উপলক্ষ্যে তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। এতে যোগ দেবেন দুই বাংলার শিল্পী ও বিশিষ্টজনেরা। তবে, উৎসব উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয় গতবারের মতো এবারো বন্ধ রাখা হয়েছে। হাইকমিশনে পণ্য বিক্রয়ের বাণিজ্যিক কার্যক্রম যুক্তিসঙ্গত কি না সেই প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এদিন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনাদপ্তর ফোর্ট উইলিয়ামেও বাংলাদেশের ৩০ মুক্তিযোদ্ধা ও ৬ জন কর্মরত বাংলাদেশি সেনা কর্মকর্তার উপস্থিতিতে বিজয় দিবস পালন করা হয়েছে। শুরুতে ফোর্ট উইলিয়ামের গেটের সামনে বিজয় স্মারকে দুই দেশের সেনা কর্মকর্তারাসহ সাবেক মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিরা পুষ্পার্ঘ্য দিয়ে নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন। পরে এক অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের ১১ জনকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে। ১১ জন শহীদ ভারতীয় সেনার পরিবারের হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ সম্মাননা হিসেবে তুলে দিয়েছেন  রৌপ্য পদক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত সম্মাননাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বইসহ নানা উপহার। ভারতীয় সেনবাহিনীর আমন্ত্রণে সংসদ সদস্য কাজী রোজীর নেতৃত্বে ৩০ জন মুক্তিযোদ্ধা, ৬ জন সেনা কর্মকর্তাসহ তাদের পরিবারের ৭২ জন প্রতিনিধি বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিজয় দিবস উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী গত তিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে স্মরণ করেছে। এদিকে, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে পালিত হয়েছে বিজয় দিবস। সকালে বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা  জাতীয় পতাকা উত্তোলনের পর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব মুহম্মদ জাকির হোসেন ভূঁইয়াসহ মিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মী এবং স্থানীয় বিশিষ্ট মানুষ। মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের উদ্দেশ্যে এদিন শহীদ স্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সময় তিনি ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নতির উপর  বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার রাতে আসামের রাজধানী গুয়াহাটিতে এক বেসরকারি অনুষ্ঠানে বাংলাদেশের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন নাগাল্যান্ডের রাজ্যপাল পি বি আচারিয়া। গুয়াহাটির সহকারী বাংলাদেশ হাইকমিশনে অবশ্য দিনটি স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী ১৯শে ডিসেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status