দেশ বিদেশ

আতঙ্ক নিয়েও গণসংযোগে ধানের শীষের প্রার্থী

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

 গায়েবী মামলা আর প্রতিনিয়ত পুলিশি গ্রেপ্তার অভিযান। এখন এমন মামলা হামলার ভয় উপেক্ষা করেও মাঠে ঐক্যবদ্ধ মৌলভীবাজার জেলা বিএনপি ও জাতীয় ঐক্যফন্টের নেতাকর্মীরা। লক্ষ্য নিজ দল ও জোটের প্রার্থীকে বিজয়ী করা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা। নেতাকর্মীরা রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় ও জাতীয় উন্নয়নের ইস্যুসহ দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও রাজনৈতিক সমস্যা সংকটসহ নানা বিষয় তোলে ধরে ভোট চাইছেন ধানের শীষ প্রতীকে। তাদের এমন বক্তব্যে ভোটারাও অনুপ্রাণিত হচ্ছেন। ভোটারদের পক্ষ থেকেও সাড়া পাচ্ছেন ব্যাপক। এমন বক্তব্য নির্বাচনী মাঠে কাজ করা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের। এখন এমন দৃশ্য মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার ও রাজনগর) আসনে। এই সংসদীয় আসনে বিএনপির মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। এই নির্বাচনী আসনে এমন দৃশ্য এখন হরদম। দীর্ঘদিন পর নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেমন নিরসন হয়েছে। তেমনি দলের দুর্দিন আর বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করছেন। তাদের এমন ঐক্যবদ্ধ হওয়ার দৃশ্যে উজ্জীবিত দলের সর্মথক ও শুভাকাঙ্ক্ষীরা। তারাও দলীয় নেতাকর্মীর মতো মাঠে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছেন। জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ মার্কার প্রার্থী দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ার পর ১১ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার শহরের বড় হাট এলাকা থেকে তিনি নির্বাচনী গণসংযোগে নামেন। ওই দিন তিনি কুসমবাগ হয়ে চৌমুহানা, টিসি মার্কেট, চাঁদনীঘাট ব্রিজের দক্ষিণপাড়, শমসেরনগর রোড, কোর্ট রোড, গভর্নমেন্ট স্কুল পয়েন্ট, এম সাইফুর রহমান রোডসহ বিভিন্ন শহরের মার্কেট ও শপিংমলে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি বেগম খালেদা রব্বানী, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, জেলা সহ-সভাপতি আলহাজ এমএ মুকিত, সহসভাপতি আশিক মোশারফ, সদর থানা বিএনপির সভাপতি মো. হেলু মিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, মতিন বখশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত,জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, জাসাসসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে গণসংযোগে যোগ দেন। এরপর থেকে এখন প্রতিদিনই এই সংসদীয় আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ চলছে। শহর ছাড়াও এই আসনের প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায়ও ধানের শীষের সমর্থনে নেতা-কর্মীদের স্লোগানে প্রতিটি এলাকা মুখরিত হয়ে উঠছে। নির্বাচনী গণসংযোগকালে বিএনপির প্রার্থী এম নাসের রহমান ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানিয়ে তাদের সহযোগিতা সর্মথন দোয়া ও আর্শীবাদ চাইছেন। এসময় তিনি তার প্রয়াত পিতা এম সাইফুর রহমানের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তার প্রত্যাশিত অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সবার কাছে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন। গণসংযোগ কালে তার সঙ্গে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান নেতাকর্মী, ভোটার ও সাংবাদিকদের বলেন মৌলভীবাজার জেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমাদের দলের মধ্যে কোনো বিভেদ নেই। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে মানুষ কথার বলার ও ভোটের অধিকার ফিরে পাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status