বাংলারজমিন

গাজীপুর-৫ আসন

বিএনপি প্রার্থী ফজলুল হক মিলনের মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৪৭ পূর্বাহ্ন

গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএ ফজলুল হক মিলনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী শম্পা হক।
তিনি রোববার বিকালে কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের বর্ত্তুল গ্রামে তার নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ দাবি জানান। তাকে মুক্তি দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণেরও জোর দাবি জানান।  সংবাদ সম্মেলনে শম্পা হক বলেন, ফজলুল হক মিলন নিশ্চিত বিজয়ী হবেন। এ কথা জেনে সরকার তাকে পুলিশ দিয়ে হয়রানি ও নির্যাতন করছে। তিনি সব কটি মামলায় জামিনে ছিলেন। গত ১৩ই ডিসেম্বর বিকালে বাড়িতে ফজলুল হক মিলন কর্মিসভা করছিলেন। এতে ৫-৬শ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। হঠাৎ গাজীপুর ডিবি পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে ফিল্মি কায়দায় তাকে আটক করে। এ সময় পুলিশ আতঙ্ক ছড়ানোর জন্য ফাঁকা গুলিবর্ষণ এবং নেতাকর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর চালায়। একজন সাবেক এমপি এবং বর্তমান প্রার্থীকে এভাবে তুলে নেয়া নির্বাচনের সমান সুযোগে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে জামিনের কাগজপত্র দেখিয়েছি। পুলিশ তা আমলে নেয়নি। তিনি বলেন, কালীগঞ্জের আওয়ামী লীগের প্রার্থী মনে করছে ফজলুল হক মিলন নিশ্চিত বিজয়ী হবেন। এজন্য আমাদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এসব করা হচ্ছে। ফজলুল হক মিলনকে ঢাকার রমনা থানার একটি নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। ইসি বলেছিলেন আগের কোনো মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে নতুন করে কোনো মামলায় নেতাকর্মীকে গ্রেপ্তার ও হয়রানি করা হবে না। মিলনকে গ্রেপ্তারের মাধ্যমে ইসির এ নির্দেশ অমান্য করেছে পুলিশ। অন্যায়ভাবে এ গ্রেপ্তারের ধিক্কার জানিয়ে অবিলম্বে ফজলুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। তিনি নিজের এবং নেতাকর্মীদের নিরাপত্তা, হামলা, মামলা বন্ধেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি হুমায়ূন কবীর মাস্টার, থানা বিএনপির সহসভাপতি ফজলুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সভাপতি আরমান মাস্টার, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর কবীর, জয়নাল আবেদীন, নাজমা বেগম, থানা কৃষকদল সভাপতি আফছার আহম্মেদ, জাসাস সভাপতি আলা উদ্দিন, নেছার আহম্মেদ নুহু, ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ছাত্রদল সম্পাদক শাহরিয়ার মাসুম, বিএনপির মুক্তিযোদ্ধা প্রজন্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status