বাংলারজমিন

সারা দেশে বিজয় দিবস পালিত

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। প্রত্যুষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণের শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ, বিএনপি, গণতন্ত্রী পার্টি, সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় কুচকাওয়াজ অনুষ্ঠানের। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন কুচকাওয়াজ এবং মনোরম ডিসপ্লেতে অংশ নেয়। এসব কর্মসূচীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দিলারা বেগম আছমা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহদী হাসান প্রমুখ অংশ নেন। এছাড়া মু্‌ক্িতযোদ্ধা সংবর্ধনা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও প্রীতি খেলাধুলার আয়োজন করা হয়।

পিরোজপুর
পিরোজপুর সংবাদদাতা: নানা আয়োজনে সারা দেশের মতো পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রোববার ভোরে ৩১ বার তোপধ্বনি শেষে পিরোজপুরের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। দুপুরে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান মালেকের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবাবগঞ্জ
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নবাবগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অপর্ণ করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সালমা ইসলাম। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন, নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, নবাবগঞ্জ থিয়েটার, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রোববার সকাল ৬টা থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার-নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ, নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন এনজিও সংস্থা, সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সকাল ৯টায় নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৪৭তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে গতকাল সকাল ৬টা ৩৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শাহজাহান কামাল ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সকাল সাড়ে ৮টার দিকে ৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ২ আসনের প্রার্থী আবুল খায়ের ভুয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ-বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ।

কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে: কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদসহ স্থানীয় বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, সিটি করপোরেশন, কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ম্যুরাল, পুলিশ লাইন্সের চেতনায় ৭১, আলেখারচর যুদ্ধ জয় ভাস্কর্য ও কুমিল্লা সেনানিবাসে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের বাসভবনস্থ শহীদ একেএম সামসুল হক খান মঞ্চে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে নগরীর টাউন হল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নীলফামারী
নীলফামারী প্রতিনিধি: প্রত্যুষে নীলফামারী হাইস্কুল মাঠে ৩১ বার তোপ ধ্বনি আর স্মৃতি অম্লানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সুচনা হয়ে দিনময় নানা আয়োজনে মুখর থাকে গোটা জেলা। সকালে নীলফামারী হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও পুলিশ সুপার মো. আশরাফ হোসেন। একই মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরক প্রদর্শন, ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, শিশু-কিশোরদের সঙ্গীতানুষ্ঠান, মহিলাদের খেলাধুলা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি
রাঙ্গামাটি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ৮টায় সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এবং পুলিশ সুপার মো. আলমগীর কবির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড সালাম গ্রহণ করেন। পুলিশ, আনসার, স্কাউট, গার্লস গাইড, কাব, হলদে পাখিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ এ অংশগ্রহণ করেন। প্যারেড শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকৃতদের পুরস্কার বিতরণ করা হয়।

পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বিপুল সমারোহে বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল প্রত্যুষে ডিসি স্কয়ার মাঠে ৩১ বার তোপধ্বনি শেষে সকাল ৬.৩০ মিনিটে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এবং জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়াত্রয় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা করেন। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর, মেয়র ডা. শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, অ্যাডভোকেট হারুন অর রশীদ হাওলাদারসহ অসংখ্য নেতাকর্মী। বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। তার সঙ্গে ছিলেন ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, সিনিয়র সহসভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মহসীন উদ্দিনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়া জাসদ, কমিউনিস্টপার্টিসহ বিভিন্ন স্কুল ও কলেজ প্রধানগণ এবং বিভিন্ন পেশাজীবী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

আড়াইহাজার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল মহান বিজয় দিবস পালিত হয়েছে। স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ইউএনও সুরাইয়া খান, আড়াইহাজার পৌরমেয়র সুন্দর আলী, গোপালদী পৌরমেয়র আব্দুল হালিম সিকদার, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার থানা ওসি আক্তার হোসেন, থানা যুবলীগের সাবেক সভাপতি ফরিদ পাশা, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, থানা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এমএ হাকিম ভূঁইয়া, থানা তরুণ লীগের সভাপতি এইচএম জাকির হোসেন, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহম্মেদ মোল্লা ও আমির হোসেন প্রমুখ।
নরসিংদী
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন কর্মসূচি। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাই জেলা শ্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগ, মাধবদী শহর আওয়ামী লীগ পৃথক বিজয় র‌্যালি বের করে। জেলা আওয়ামী লীগের র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে, মাধবদী শহর আওয়ামী লীগের বিজয় র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
অন্যদিকে, মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status