বাংলারজমিন

শিক্ষামন্ত্রীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন সমশের মবিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

নির্বাচন থেকে সরে গেলেন বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য ও কূটনীতিবিদ সমশের মবিন চৌধুরী। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তার নাম ও দলীয় প্রতীক কুলা নির্বাচনের ব্যালটে থাকছে। সিলেট-৬ আসনে বিকল্প ধারার প্রার্থী ছিলেন সমশের মবিন চৌধুরী। নিজ এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংসদীয় আসনে তিনি এবার মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক গত শনিবার আওয়ামী লীগ ও মহাজোটের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তার এই আহ্বানের প্রেক্ষিতে গতকাল বিকেলে বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর বারিধারা বাসভবনে যান প্রেসিডিয়াম সদস্য সমশের মবিন চৌধুরী। এ সময় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি সিলেট-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
 সমশের মবিন চৌধুরী গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক সিলেট-৬ আসনের মহাজোট প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এটা দলীয় সিদ্ধান্ত মোতাবেক হয়েছে বলে জানান তিনি। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তবে- সিলেট-৬ আসনে মহাজোট প্রার্থীর পক্ষে প্রচারণায় নামবেন কী না- সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status