বাংলারজমিন

রংপুর-১

রাঙ্গার পক্ষে মাঠে আওয়ামী লীগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১৭ পূর্বাহ্ন

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) আসনে মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার পক্ষে মাঠে নেমেছে গঙ্গাচড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এবং এ দুই দলের সহযোগী সংগঠনগুলো নির্বাচনী মাঠে নামায় রাঙ্গার জনসমর্থন দিন বাড়ছে। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা জানান, রংপুর-১ আসনে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে মহাজোটের প্রার্থী হিসেবে দেয়া হয়েছে। আর মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ ও জোটের প্রধান হলো জননেত্রী শেখ হাসিনা। সে কারণে দলীয় নির্দেশনা রয়েছে মহাজোট প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করা। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। জনগণের রায় নিয়ে এ আসনটি উপহার দেব ইনশাআল্লাহ। এদিকে গত বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সভা হয়। এতে মহাজোট প্রার্থী মসিউর রহমান রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনসহ উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়া গত শুক্রবার গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন রাঙ্গা। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সদস্য ও নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল, গজঘণ্টা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, গজঘণ্টা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ। পথ সভায় লিয়াকত আলী বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মহাজোট প্রার্থীর বিপক্ষে কাজ করবে, তাদের দল থেকে আজীবন বহিষ্কার করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status