বাংলারজমিন

পাকুন্দিয়ার এমএ মান্নান মানিক কলেজের সুনাম ছড়াবে দেশজুড়ে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১৭ পূর্বাহ্ন

একদিন এমএ মান্নান মানিক কলেজ দেশজুড়ে সুনাম ছড়াবে। সারা দেশের মানুষ এক নামে এমএ মান্নান মানিক কলেজকে চিনবে। প্রশংসা করবে। সে লক্ষ্যে কাজ করছে কলেজ গভর্নিং বডি ও সম্মানিত শিক্ষক মণ্ডলী। এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অভিভাবকদের। আর এ কাজে যত ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন তার সবটুকুই দেয়া হবে। কথাগুলো বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও এমএ মান্নান মানিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল মান্নান মানিক। শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যিনি একক প্রচেষ্টায় পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের প্রত্যন্ত পোড়াবাড়িয়া এলাকায় বিশাল জায়গা নিয়ে গড়ে তুলেছেন এমএ মান্নান মানিক কলেজ। কলেজটির শুরুর প্রথম বর্ষেই রেকর্ডসংখ্যক দুই শতাধিক শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে আলোচনায় আসে। এ কলেজটির অন্যতম বৈশিষ্ট হচ্ছে এখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। এমনকি কলেজ ড্রেস, বইসহ যাবতীয় জিনিসাদি সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়। ওই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান। কলেজের প্রভাষক এমএস আল মামুন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।

ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, এমএ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ মো. শরীফ হোসেন ও নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ প্রমুখ। ওই অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও অভিভাবকরা কলেজটির সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে এর সাফল্য কামনা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status