বাংলারজমিন

শাহ আমানতে সোয়া ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১৭ পূর্বাহ্ন

বিশেষ কৌশলে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে আনা ৪ কেজি ২৫৬ গ্রাম ওজনের স্বর্ণসহ শওকত আকবর নামে এক যাত্রীকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শওকত আকবরের লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে আনা ফুট ম্যাসাজ মেশিন ও ব্লেন্ডার মেশিনের মোটর থেকে ৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণের গোলাকার পাত পাওয়া যায়। এ ছাড়া খেলনা পিয়ানো ও ডিভিডি প্লেয়ারের অ্যাডাপটারের ভেতরে পাওয়া যায় ৭০০ গ্রাম ই আকৃতির স্বর্ণের পাত। তার মোবাইল ফোনের ভেতরে পাওয়া গেছে একটি স্বর্ণের বার। সব মিলিয়ে ৪ কেজি ২৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায় শওকত আকবরের কাছ থেকে। আর স্বর্ণের পাতগুলোর ওপর সিলভারের মতো প্রলেপ দেয়া ছিল। শওকত আকবরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বিরুদ্ধে স্বর্ণ চোরচালান আইনে বন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান কাস্টম কর্মকর্তা মাহবুবুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status