এক্সক্লুসিভ

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটে চাঙ্গা আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচারণা চালাতে আগামী ২২শে ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিলেটে মাজার জিয়ারতের পাশাপাশি জনসভায় ভাষণও দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। নেতারা জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রধানমন্ত্রীর সিলেট আগমন ‘গুরুত্ব’ বহন করছে। প্রধানমন্ত্রী সিলেট এলে এ অঞ্চলের উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়। এর কারণ- প্রধানমন্ত্রীকে সিলেটের উন্নয়ন সম্পর্কে বলে দিতে হয় না। তিনি নিজ থেকেই সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন। শেষবার সিলেটে এসে প্রধানমন্ত্রী দুটি মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন। এই দুটি প্রজেক্টের কাজ প্রক্রিয়াধীন আছে। সিলেট আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২শে ডিসেম্বর সকালে সিলেটে আসবেন। তিনি সিলেটে পৌঁছে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেটে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এ জনসভাটি হতে পারে সিলেটের আলীয়া মাদরাসা ময়দানে। এ সমাবেশে সিলেটের ১৯ আসনের সংসদ সদস্য পদ প্রার্থীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ কেন্দ্রীয় নেতারাও সমাবেশে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান মানবজমিনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সিলেট সফরের কর্মসূচি চূড়ান্ত হওয়ার পর তারা প্রস্তুতিপর্ব শুরু করেছেন। গতকাল সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এ নিয়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভাষণ শুনতে সিলেটে বিপুল সংখ্যক লোকের সমাগম হবে বলে জানিয়েছেন তিনি।
একদিনের সফরে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের প্রার্থিতায় এবার নতুন মুখ। এবারের প্রার্থী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. একে আব্দুল মোমেন। নির্বাচনের পাশাপাশি তার নেতৃত্বে এবার প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আলাদা প্রস্তুতি চালাচ্ছেন তিনি। ড. মোমেন সেখানেই যাচ্ছেন তিনি তার নির্বাচনী প্রচারণার পাশাপাশি সিলেটে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন। পাশাপাশি আগামীর সিলেট গড়তে নতুন নতুন পরিকল্পনার কথা তুলে ধরছেন তিনি। ড. মোমেনের এ কথায় বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এবার সকল ভেদাভেদ ভুলে সিলেট-১ আসনে বিজয় ধারা অব্যাহত রাখতে সবাই কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর বেশ কয়েকবার সিলেট এসেছেন এবং সিলেটের আলীয়া মাদরাসা ময়দানে সমাবেশে ভাষণও দিয়েছেন। সর্বশেষ সমাবেশে প্রধানমন্ত্রী সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন ও ঢাকা-সিলেট মহাসড়ককে ফোরলেন করার ঘোষণা দিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত দুটি উন্নয়ন কর্মকাণ্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভিসি নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি শেষ করা হয়েছে। নির্বাচনের পরপরই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হবে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে এ অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসার দ্বার উন্মোচিত হবে। আর ঢাকা-সিলেট মহাসড়ক ফোরলেন প্রকল্পের কাজ এরই মধ্যে মন্ত্রণালয়ে পাস হয়েছে। এই প্রকল্পের কাজ নির্বাচনের পর শুরু করা হবে বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতারা।
তবে এবার নতুন করে প্রধানমন্ত্রীর কাছে দাবি উঠবে সিলেটে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করার। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেয়া, সিলেট-আখাউড়া রেললাইনকে ডাবল লাইনে পরিণত করার দাবিও উচ্চারিত হচ্ছে। আর এসব দাবি পূরণে বিগত দিনে সিলেটে সরব ছিলেন ড. একে আব্দুল মোমেন নিজেই। ফলে প্রধানমন্ত্রীর সিলেট সফরে এসব দাবি পূরণের আশ্বাস প্রদান করা হতে পারে সমাবেশ থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status