খেলা

প্রথমবারের মতো সেরা ৫-এ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

উইন্ডিজের বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৫ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আর এতে আইসিসি ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা পাঁচ-এ উঠে এলেন এ বাংলাদেশি  পেসার। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের অবস্থান পঞ্চম। র‌্যাঙ্কিংয়ে উন্নতি দেখছেন উইন্ডিজের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৬টি করে উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ এবং মাশরাফি বিন মুর্তজাও।  ১৯ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ। ১০ ধাপ এগিয়ে মাশরাফির অবস্থান ২৩তম। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধারের একেবারে কাছাকাছি রয়েছেন সাকিব আল হাসান। আফগান তারকা রশিদ খানের সঙ্গে সাকিব আল হাসানের ব্যবধান নেমে এসেছে ১ পয়েন্টে। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে রশিদের ৩৫৩ ও সাকিবের রয়েছে ৩৫২ রেটিং। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছেন তামিম ইকবাল। ক্যারিয়ার সেরা ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে তামিমের পরেই রয়েছেন মুশফিকুর রহীম। সাকিব আল হাসানের অবস্থান ৩৩তম। এ ছাড়া ১০ ধাপ এগিয়ে সৌম্য সরকার ৪২ এবং ৪ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে এসেছেন লিটন কুমার দাস।

ওয়ানডে বোলার র‌্যাঙ্কিং
র‌্যাঙ্ক     খেলোয়াড়     রেটিং
১.     জসপ্রিত বুমরাহ  (ভারত)     ৮৪১
২.     রশিদ খান (আফগানিস্তান)     ৭৮৮
৩.     কুলদীপ যাদব (ভারত)     ৭২৩
৪.     কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)     ৭০২
৫.     মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)     ৬৯৫
৬.     যুজবেন্দ্র চাহাল (ভারত)     ৬৯৩
৭.     আদিল রশিদ (ইংল্যান্ড)     ৬৮৩
৮.     ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)     ৬৮২
৯.     মুজিব জাদরান (আফগানিস্তান)     ৬৭৯
১০.     জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)     ৬৭৫
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status