খেলা

ফের প্রথম টি-টোয়েন্টির সময় পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০১ পূর্বাহ্ন

সূচিতে ছিল সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়। কিন্তু শেষ ওয়ানডে চলার সময়েই জানানো হয় প্রথম টি-টোয়েন্টি খেলা শুরু হবে দুপুর ২টায়। এবার সময় আরো এগিয়ে আনার কথা জানিয়েছে বিসিবি। দ্বিতীয় দফা বদলে ম্যাচ শুরুর সময় দেয়া হয়েছে দুপুর সাড়ে ১২টায়।

কেন সময়সূচিতে বারবার বদল জানতে চাইলে বিসিবি পরিচালক ও স্থানীয় সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন ‘আমাদের ফ্লাড লাইটের একটা টাওয়ারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সেটা সারাতে হাতে একদিন সময় আছে। তবে, ঝুঁকি এড়াতে খেলা দিনের আলোয় নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এদিকে, দুই দফায় ম্যাচের সময় এগিয়ে আনায় বাংলাদেশের সুবিধাই হয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। তিনি বলেন, ‘ম্যাচ দুপুরে হবে বিধায় শিশিরের প্রভাব কম থাকবে। এটা বাংলাদেশের পক্ষে কাজ করবে। আমাদের পেসাররা উইকেট  থেকে বাড়তি সুবিধা পাবে না। তবে, এটা তো আর আমাদের হাতে নেই। আমরা ঘুরে দাঁড়াবো। নিজেদের সেরাটা খেলে জয়ের চেষ্টা করবো।’

সিলেটে প্রথম ম্যাচ দিনের আলোতে হলেও ঢাকায় বাকি দুই ম্যাচের সময় অপরিবর্তিতই আছে। উইন্ডিজকে ২-০ তে টেস্ট ও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। সিলেটে শেষ ওয়ানডে ম্যাচটি হয়েছিল দিবারাত্রি। তবে, খেলা শুরু হয়েছিল ঢাকার ম্যাচ থেকে এক ঘণ্টা আগে দুপুর ১২টায়।

বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ
প্রথম ম্যাচ- ১৭ই ডিসেম্বর- দুপুর সাড়ে ১২টা (সিলেট)। দ্বিতীয় ম্যাচ-  ২০শে ডিসেম্বর-বিকাল ৫টা (ঢাকা)
তৃতীয় ম্যাচ- ২২শে ডিসেম্বর- বিকাল ৫টা (ঢাকা)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status