খেলা

পার্থ টেস্ট

কোহলির সেঞ্চুরিতেও স্বস্তি নেই ভারতের

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০০ পূর্বাহ্ন

পার্থ টেস্টে বিরাট কোহলির রেকর্ডময় সেঞ্চুরিতেও পুরোপুরি স্বস্তি নেই ভারতের। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া। অজিদের ৩২৬ রানের জবাবে গতকাল ২৮৩ রানে অলআউট হয় সফরকারীরা। নাথান লায়নের স্পিন ঘূর্ণিতে শেষ ৩২ রানে ৫ উইকেট হারায় ভারত। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে অজিরা। দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩২/৪। উসমান খাজা ৪১ ও অধিনায়ক টিম পেইন ৮ রানে অপরাজিত থাকেন। গতকাল ১৭২/৪ সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে ভারত। প্রথম ওভারেই (৭০তম) কোহলি ও আজিঙ্কা রাহানের ৯১ রানের জুটি ভাঙেন লায়ন। পেইনের গ্লাভসে আটকা পড়েন রাহানে (৫১)। তবে ২১৪ বলে ১১টি চারের সাহায্যে শতক পূর্ণ করেন কোহলি।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভারতের হয়ে শচীন টেন্ডুলকারের করা সর্বাধিক ৬ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন কোহলি। ২০ টেস্টে ৬টি সেঞ্চুরি করেন টেন্ডুলকার। কোহলির লাগলো মাত্র ১০ ম্যাচ। অস্ট্রেলিয়ায় সফরকারী ব্যাটসম্যানের মধ্যে এর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের জ্যাক হবস (৯) ও ওয়ালি হ্যামন্ডের (৭)। ক্যারিয়ারের ৭৫তম টেস্টে এটি কোহলির ২৫তম সেঞ্চুরি। ইনিংসের হিসেবে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৫টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি (১২৭ ইনিংস)। এ তালিকায় তৃতীয় স্থানে টেন্ডুলকার (১৩০)। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান মাত্র ৬৮ ইনিংসেই এই উচ্চতায় পৌঁছান। পার্থ স্টেডিয়ামে ব্যক্তিগত ১২৩ রানে থামেন কোহলি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারে মোহাম্মদ শামির বলে ডান হাতের তর্জনীতে আঘাত পান অ্যারন ফিঞ্চ। ব্যক্তিগত ২৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ওপেনার।  চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status