এক্সক্লুসিভ

লন্ডনে আলোচনা সভা

অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি

লন্ডন প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৮:২২ পূর্বাহ্ন

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সরকার কর্তৃক বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পূর্ব লন্ডনের সেভলি কমিউনিটি সেন্টারে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জাকের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক শাহান বিন নিজামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার, বিশিষ্ট মানবাধিকার আইনজীবী বদরে আলম দিদার, কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, কমিউনিটি নেতা নুর বকস, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মুনিম।

আলোচনা সভায় বক্তারা বলেন বিচারবিহীন, রাষ্ট্রীয় হত্যা, রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগ, খুন, গুম, পুলিশি হয়রানি, গায়েবি মামলা, হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার, মিডিয়ার স্বাধীনতা খর্বসহ সামপ্রতিক প্রশাসন এবং মন্ত্রী, এমপি কর্তৃক ভয়ভীতি প্রদর্শন বন্ধ করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে জাতির এই সংকট উত্তরণের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মাওলানা সৈয়দ জামাল উদ্দিন, মানবাধিকার কর্মী বদরুজ্জামান বাবুল, সংগঠনের উপদেষ্টা সাহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ও সংগঠনের উপদেষ্টা আবদুল আলী, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহিদুর রহমান, এমদাদুল হক, জয়নাল আবেদীন, শাহিন আহমেদ রনি, হেলাল উদ্দিন, মুজিব মাহমুদ, লায়েক আহমেদ, শামীম আহমদ, আবদুল করিম, শরিফুজ্জামান, খালেদুর রহমান ফয়সল, ইমরান আহমেদ, রাজু আহমদ, আলী হোসেন মাসুম, মিতা উদ্দিন, রেজাউল ইসলাম, স্বাধীন মালিক, আলাউদ্দিন, দেওয়ান হোসাইন, আবদুল হাফিজ, ওসমান আলী, আবদুল হাসান, গুলজার আহমদ, সাইফুর রহমান, জয়নাল আবেদীন, বদরুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status