বিনোদন

চ্যানেল আই চত্বরে বিজয় মেলা উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চ্যানেল আই প্রতি বছরই বিজয় দিবসে আয়োজন করে থাকে বিশেষ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় গতকাল বিজয়ের ৪৭ বছর পূর্তিতে চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হলো ‘বিজয় মেলা’। এ মেলার পৃষ্ঠপোষকতা করেছে আনোয়ার সিমেন্ট। সকাল ১১টা ০৫ মিনিটে মেলার উদ্ধোধন হয়। মেলায় উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান, মামুনুর রশিদ, সংগীতজ্ঞ আজাদ রহমান, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন এবং মুকিত মজুমদার বাবু, আনোয়ার সিমেন্টের পক্ষে এ কে এম জাবেদ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সৈয়দ আশ্রাফ আলী, সাংবাদিক সৈয়দ আনোয়ার হোসেন, প্রফেসর আবদুল মান্নান চৌধুরীসহ যুদ্ধাহত ও খেতাবধারী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় লাল সবুজের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ আয়োজনে দেশের গান পরিবেশন করেন ড. অরূপ রতন চৌধুরী, ফকির আলমগীর, ফরিদা পারভীন, নীলু বিল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, দিনাত জামান মুন্নী, অনিমা রায়, কোনাল, সুর বিহার, সুরের ধারার শিল্পীরা। গাজী আবদুল হাকিমের বাঁশির সুরে ছিল দেশের গান। রেজানুর রহমানের পরিচালনায় ‘পোস্ট মাস্টার’ নামের একটি মুক্তিযুদ্ধের নাটক পরিবেশিত হয়। আবৃত্তি পাঠ করেছেন মাহিদুল ইসলাম। আরো ছিল চিত্রশিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিজয় দিবসের চিত্রাঙ্কন পর্ব। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেছেন মেলায় আগত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা। লাল সবুজ মঞ্চ, তোরণ, ফেস্টুন, সাত বীরশ্রেষ্ঠের সাতটি স্তম্ভে সুসজ্জিত ছিল মেলা প্রাঙ্গণ। অনুষ্ঠানটি বিকাল ২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status