দেশ বিদেশ

গার্মেন্ট খাতে অস্থিরতা করণীয় নির্ধারণে বৈঠক

বিশেষ প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

গার্মেন্ট নিয়ে হঠাৎ করেই চিন্তিত সরকার। ঘোষিত ন্যূনতম মজুরি নিয়ে আশুলিয়া, ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি গার্মেন্টে গত কয়েক দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। কোথাও কোথাও কারখানা ভাঙচুরের ঘটনাও ঘটছে। শ্রমিকদের আন্দোলন দ্রুত নিরসনে করণীয় ঠিক করতে গতকাল ছুটির দিনে পোশাক খাতের ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির জরুরি বৈঠক হয়। ত্রিপক্ষীয় এ সভায় মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। জরুরি বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আন্দোলনরত পোশাক শ্রমিকদের ১৭ই ডিসেম্বর থেকে কাজে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। মজুরিতে কোনো অসামঞ্জস্যতা, দুর্বলতা বা ফাঁক থাকলে তা সমাধান করা হবে। তিনি বলেন, গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জ, আশুলিয়া, ঢাকা, গাজীপুরের কিছু কিছু ইন্ডাস্ট্রিতে বেতন কাঠামো নিয়ে কিছু অপপ্রচার ও ভুল বুঝাবুঝির কারণে শ্রমিকরা কাজ না করে রাস্তায় বেরিয়ে এসেছেন। আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই- নতুন কাঠামোতে যখন বেতন পাবেন তখন বুঝতে পারবেন আসলে আপনাদের ভুল বুঝানো হয়েছে। দেখবেন আপনারা বিভিন্ন গ্রেডে বেতন কম পাচ্ছেন নাকি বেশি পাচ্ছেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরের ৩০ তারিখে আমাদের জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো মহল আপনাদের যাতে ব্যবহার করতে না পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এটাই আমার বিনীত অনুরোধ। আপনারা ১৭ই ডিসেম্বর থেকে কাজে যোগদান করবেন। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, এক শতাংশেরও কম পোশাক কারখানায় সমস্যা হচ্ছে। আমরা চাই না একটা ফ্যাক্টরিতেও কোনো রকম সমস্যা হোক। ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন বলেন, সমপ্রতি কিছু কারখানায় নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যে কারণে বিভিন্ন কারখানার শ্রমিকদের আন্দোলন বা রাজপথে নামা বা কাজ বন্ধ রাখার মতো ঘটনা চলমান রয়েছে। নির্বাচনকে সামনে রেখে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হোক এটা আমরা চাই না। মজুরি বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ আছে, আমরা বলবো মজুরি না পাওয়া পর্যন্ত আপনারা কাজ বন্ধ করবেন না।
 জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে নির্বাচনের আগে যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়। বিভিন্ন স্থানে যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে সকলের কাছে অনুরোধ করতে চাই- বিজয় দিবসের পরের দিন ১৭ই ডিসেম্বর সবাই নিজ নিজ কাজে যোগদান করবেন। মজুরি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে জানুয়ারিতে আমরা তার সমাধান করতে পারবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status