বাংলারজমিন

সিলেটে কাউন্সিলর সেলিমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

মামলার আসামি হলেন সিলেটের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ সেলিম। ছাত্রলীগের নেতার বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। নগরীর সোনারপাড়া এলাকায় গত ২৫শে অক্টোবর সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছিল। স্থানীয় থানা পুলিশ মামলা গ্রহণ না করায়, গত ২৬শে নভেম্বর আদালতে এ ঘটনায় অভিযোগ করেন ছাত্রলীগ নেতার খালাতো ভাই জাহের আহমদ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে শাহপরান থানা পুলিশকে এজাহার গণ্যে প্রতিবেদনের জন্য ওসিকে নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে এজাহারটি রেকর্ডভুক্ত করেছেন শাহপরান থানার ওসি আক্তার হোসেন। মামলায় আসামিরা হচ্ছেন- এইচ আর সুমন, নাবিল আহমদ, চঞ্চল কুমার দাস, কাজী জোবায়ের আহমদ, সুলতান শাজাহান তুহিন, আকবর হোসেন, সুলতান শাহজাহান তুহিনসহ ২৯ জন। অভিযোগে জানা যায়, মহানগর আওয়ামী লীগ সদস্য, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদ ও তার সহযোগী গিয়াসের নেতৃত্বে গ্রুপিং রাজনীতির জের ধরে বাদীর খালাতো ভাই জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদের বাসায় অগ্নিসংযোগ ও লুটপাট করেন। আগুনে বাসার আসবাবপত্র পুড়ে যাওয়া ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাকারিয়া মাহমুদ জানিয়েছেন- এ ঘটনার পর তার বাসার নারী ও শিশুরা আতঙ্কে এখনো বাড়িতে আসতে পারছে না। তিনি বলেন- আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status