বাংলারজমিন

দিন দিন বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়ছে: ওবায়দুল কাদের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের লোক বিবেচনা না করে কাজের লোককে ভোট দিন। এতে দেশের একটি রাজনৈতিক মূল্যায়ন হবে। বিএনপি একটি জগাখিচুড়ির জোট, ভাঙা হাঁড়-এর রাজনীতি এখন আর চলবে না। যত দিন যাচ্ছে ততই তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি জনগণের কাছে কীভাবে ভোট চাইবেন। গত ২২ বছর ২২টি কাজও তিনি দেখাতে পারবেন না। আমাদের সরকার নোয়াখালী-৫ আসনের ৯৩% এলাকায় বিদ্যুৎসংযোগ প্রদান করেছে। বিএনপির নেতা তারেক রহমান বিদ্যুতের খাম্বার ব্যবসা করেছে। মানুষের মাঝে খাম্বা ছাড়া কিছুই দিতে পারে নাই। সব দলের কাছে শুধু একটা কথা নোয়াখালীর দুঃখ হলো নোয়াখালীর খাল। সে খালে সেনাবাহিনীর মাধ্যমে কাজ হচ্ছে। এ কাজের বিনিময়ে আমাকে সকল দল ভোট দেবেন। তিনি আরও বলেন, আমি বিগত বছরগুলোতে সাড়ে ৪ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেছি। আগামীতে নির্বাচিত হলে প্রত্যেক এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে। সোনাপুর জোরালগঞ্জ সড়কসহ এ এলাকায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। প্রত্যেক অঞ্চলের রাস্তাঘাট বাকি রাখি নাই। গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য শেখ হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পর মুছাপুর ক্লোজারের কাজ শেষ করে এ এলাকার জনগণকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি গতকাল শনিবার বিকালে নোয়াখালীর-৫ আসনের (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) কবিরহাট উপজেলার নবগ্রাম বাজারে নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নুরুল করিম জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. একেএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ। এর আগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার, চর এলাহী বাজার, আশা বাজার ও গাংচিলে ব্যাপক গণসংযোগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status