এক্সক্লুসিভ

অভিজ্ঞতার কথা শোনালেন ঐশী

স্টাফ রিপোর্টার

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:৩১ পূর্বাহ্ন

গেল ৮ই ডিসেম্বর চায়নার সানাইয়া শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের গ্রান্ড ফিনাল অনুষ্ঠান। এতে ১২০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেন মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। হেড টু হেড চ্যালেঞ্জে প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছেন তিনি। এছাড়া দ্বিতীয় রাউন্ডে মিস নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছেন এই প্রতিযোগী। চীন থেকে ফিরে ঐশী গতকাল এক সংবাদ সম্মেলনে তার অভিজ্ঞতার কথা শোনালেন। অন্তর শোবিজের আয়োজনে গতকাল রাজধানীর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঐশীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরীসহ অনেকে। সংবাদ সম্মেলনে ঐশী বলেন, এই প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্য দিয়ে আমি বাংলাদেশকে উপস্থাপন করেছি। সবার কাছে আমি বাংলাদেশের কথা বলেছি। আমার দেশের মহান মুক্তিযুদ্ধের কথাও শুনিয়েছি। আমার সব প্রচেষ্টা ছিল সুন্দরভাবে বাংলাদেশকে তাদের কাছে উপস্থাপন করা। আমি সত্যি আনন্দিত, প্রতিযোগী সবাই আমাকে অনেক পছন্দ করতেন। গতবারের বিজয়ী মানুসিকে নিয়েও ঐশী কথা বলেন। ঐশীর ভাষ্য, মানুসি চিল্লার আমাকে অনেক আদর করতেন। আমি তাকে দিদি বলে ডাকতাম। প্রতিযোগিতার শেষ কয়েকদিন তাকে কাছে পেয়েছি। প্রতিযোগিতার অন্যরা বলতো মানুসি চিল্লার আমাকে নাকি বেশি আদর করে। ঐশী মিস ওয়ার্ল্ডের প্রতিযোগীদের বাংলাদেশের গানও শোনান। সেখানে তিনি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের ‘লোকাল বাস’ গানটি শোনান বলে জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status