বাংলারজমিন

পাকুন্দিয়ায় দিনভর গণসংযোগে নূর মোহাম্মদ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:২৬ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পুলিশের সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ দিনভর পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ভোটারদের কাছে যান। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান। পুলেরঘাট বাজারে পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়ে পর্যায়ক্রমে আজলদী বাজারে নির্বাচনী অফিস, কোদালিয়া এলাকার বিভিন্ন পথসভা, কোদালিয়া ও চৌরাস্তা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন, সুখিয়া ইউনিয়নের আশুতিয়া বাজার, ঠুটারজঙ্গল, খলিশাখালী, জাঙালিয়া ইউনিয়নের হরশী, নতুনবাজারসহ বিভিন্ন পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে ছুটে যান নূর মোহাম্মদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখতে সবার কাছে ভোট চান তিনি। প্রতিটি পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থকের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নৌকার মাঝি সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তিনি বলেন, নির্বাচিত হলে নিরাপত্তার চাদরে পাকুন্দিয়া-কটিয়াদীকে ঘিরে রাখা হবে। ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। এ সময় জেলা বারের সাবেক সভাপতি মিয়া মো. ফেরদৌস, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু, যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর, জেলা শ্রমিক লীগের সাবেক উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ ও নজরুল ইসলাম আকন্দ প্রমুখসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে থেকে প্রচারণায় অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status