ইলেকশন কর্নার

রংপুর-২

জমে উঠেছে চাচা-ভাতিজার লড়াই

জাভেদ ইকবাল, রংপুর থেকে

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:২৫ পূর্বাহ্ন

রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে জমে উঠেছে চাচা-ভাতিজার লড়াই। চাচা জাতীয় পার্টির আসাদুজ্জামান সাবলু চৌধুরী (লাঙ্গল) আর ভাতিজা আওয়ামী লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক (নৌকা)। এ আসনে মহাজোট উন্মুক্ত বলেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মুখোমুখি হয়েছে। কেউ কাউকে ছাড় দেবে না এমন জেদ নিয়ে তারা মাঠ চষে বেড়াচ্ছন। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। রংপুরের ৬টি আসনের মধ্যে অন্যতম একটি বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। যাচাই-বাছাই শেষে ইতিমধ্যে ১০ জন প্রার্থীর মাঝে প্রতীকও বরাদ্দ দেয়া হয়েছে। এদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক (নৌকা) ও জাতীয় পার্টির উপজেলা সভাপতি আসাদুজ্জামান সাবলু চৌধুরী (লাঙ্গল)। সাবলু চৌধুরীর চাচাতো ভাই প্রয়াত আবদুল মমিন চৌধুরীর ছেলে হলেন ডিউক চৌধুরী। ভোটের মাঠে একই পরিবারের চাচা-ভাতিজার লড়াই এ আসনের ভোটারদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। এ আসনের ভোটারদের অনেকেই জানান, এবারের নির্বাচনে রংপুর-২ আসনে চাচা-ভাতিজার মধ্যে লড়াই জমে উঠবে। বদরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের টুটুল চৌধুরী জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০শে ডিসেম্বর দেশের জনগণ নৌকা মার্কার পক্ষে রায় দেবে বলে আশা করছি।
এ আসনে চাচা-ভাতিজার লড়াইয়ের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনী মাঠে পিতা-পুত্রের মধ্যে ভোটযুদ্ধ হচ্ছে সেখানে চাচা-ভাতিজা কোনো বিষয় নয়। জয় নৌকারই হবে।
এদিকে বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল হক জানান, রংপুরের মানুষ বরাবরই জাতীয় পার্টিকে ভোট দিয়েছে। আশা করি এবারও জাতীয় পার্টির প্রার্থীকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবেন। এ আসনে ডিউক চৌধুরী ছাড়াও যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, সাবেক বিএনপির এমপি মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), সাবেক এমপি জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল (স্বতন্ত্র-সিংহ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী (হাতপাখা), জাসদের কুমারেশ রায় (মশাল), বিকল্প ধারার হারুন-অর-রশিদ (কুলা), জাকের পার্টির আশরাফ-উজ জামান (গোলাপ ফুল), বিএনএফের জিল্লুর রহমান (টেলিভিশন), এনপিপির ওয়াসিম আহমেদ (আম)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৭৬৬ জন। এর মধ্যে শুধু বদরগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৪৪৫ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status