খেলা

এবার মাশরাফির ‘মন’ নির্বাচনে

টি-টোয়েন্টির জন্য ওয়ানডে অধিনায়কের শুভকামনা

ইশতিয়াক পারভেজ, সিলেট থেকে

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:০৬ পূর্বাহ্ন

ক্রিকেটের ১৮ বছর পথ চলার ইতি টানার ঘোষণা দিয়েছেন। যদিও নির্দিষ্ট করে বলেননি সেটি কবে। শুধু জানিয়েছেন ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই তিনি সিদ্ধান্ত নিবেন। তবে তার আগেই মাশরাফি বিন মুর্তজা শুরু করবেন জীবনের নতুন ইনিংস। এবার তিনি ক্রিকেট ভুলে মন দিবেন নির্বাচনের মাঠ কাঁপাতে। বাংলাদেশকে বছরের শেষ ওয়ানডে সিরিজেও জয় এনে দিয়ে গতকালই ছাড়েন সিলেট।

বিসিবির সূত্র জানিয়েছে গতকাল সকালের ফ্লাইটেই মাশরাফি ঢাকায় ফিরে আসেন। সিলেটের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি ছিল মাশরাফি এখানে মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন তার নির্বাচনী প্রচারনা। যদিও মাশরাফি দৈনিক মানবজমিনকে জানিয়েছিলেন তার এমন কোনো পরিকল্পনা নেই। অবশেষে টিম হোটেল থেকেই তিনি ফিরে গেছেন ঢাকায়। তার আগে শুক্রবার ম্যাচ শেষে জানিয়ে গেছেন এবার তিনি মন দিবেন নির্বাচনে। কবে থেকে প্রচার শুরু করবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই প্রশ্নের (রাজনৈতিক) জন্যই সিরিজের আগে প্রেস কনফারেন্স করেছিলাম। খেলার ভেতর এমন প্রশ্ন আশা করিনি। তার পরও বললাম, আমার কাজ এরপর যেটি (নির্বাচন), সেটি করবো। আপনাদেরও ধন্যবাদ যে এই আট-দশ দিনের ভেতরে এইসব নিয়ে কথা তোলেননি। এটা আমাকে অনেক সাহায্য করেছে।’

সাকিব আল হাসানের নেতৃত্বে টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু হয়েছিল ক্যারিবীয় মিশন। এরপর মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আসে ওয়ানডে সিরিজ জয়ও। যদিও এই সিরিজের আগে মাশরাফির রাজনীতিতে নামার ঘোষণাতে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কিন্তু মাশরাফি স্পষ্ট করেই জানিয়েছিলেন যে তার সব মনোযোগ থাকবে ক্রিকেটেই। শুধু নেতৃত্ব নয় বল হাতে সামনে থেকেই দলের জয়ে দারুণ ভূমিকা রাখবেন। তিন ওয়ানডেতে মাশরাফি উইকেট নিয়েছেন ৬টি। কাল থেকে ফের সাকিবের নেতৃত্বে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। অবশ্য প্রস্তুতি নিতে গতকাল মাঠে নামেনি বাংলাদেশ দল। সারা দিন ছিল বিশ্রামে। তবে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল এসেছিল মাঠে। এবারই টাইগারদের সামনে সুযোগ তিন ফরমেটের ক্রিকেটে পূর্ণাঙ্গ সিরিজ জয়ের। ওয়ানডে অধিনায়ক সিলেট ছাড়ার আগে শুভকামনা জানিয়েছেন টি-টোয়েন্টি দলের জন্যও। মাশরাফি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি যে, আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম এবং ফোকাসড ছিলাম যে আমার আগে কাজ (ক্রিকেট) ছিল এটি। আগে এটি শেষ করে অন্য কাজ করবো। আমি আর দশটা সিরিজের মতোই ফোকাসড ছিলাম। এবার আমি টি-টোয়েন্টির জন্য দলকে বেস্ট উইশ জানিয়ে যাচ্ছি দলকে।’

মাশরাফি রাজনীতিতে নামার ঘোষণার পর তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শুরু কথা। ধারণা করা হচ্ছে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজ খেলেছেন তিনি। তবে মাশরাফি এখনো পরিষ্কার করে জানাননি কবে তিনি ক্রিকেটকে না বলবেন। আবার রহস্য রেখেই তিনি বললেন, ‘সত্যি বলতে, ২০১১ থেকে প্রতি ম্যাচ খেলার সময়ই আমার মনে হয় যে আল্লাহ না করুক যদি আবার হাঁটুতে চোট লেগে যায়। যেটা আগেও হুট করে হয়েছে। সত্যি বলতে একদম গভীর থেকেই সত্যি কথাই বলেছি, মনের কথাই বলেছি যে কখনো এত গভীরভাবে ভাবিনি। কারণ সামনে আরো চ্যালেঞ্জ আছে। সেসব নেয়ার জন্য আরো প্রস্তুত হতে চাই। বিশ্বকাপের পর কি করবো, সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ঠিক করবো। যদি মনে হয় খেলবো না, হয়তো ঘরে এসে বলবো। আর যদি মনে হয়, পারছি খেলতে, এসে রিভিউ করে আপনাদের জানাবো। আপনারা পাজলড হইয়েন না।’

কয়েকটি সূত্রে জানা গেছে ঢাকা থেকেই তিনি নির্বাচনী প্রচারণার জন্য চলে যাবেন নড়াইলে। এবার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status