এক্সক্লুসিভ

বগুড়ায় প্রচারণায় ফখরুল

‘হামলা যতই হোক নির্বাচন থেকে সরবো না’

বগুড়া প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:১৯ পূর্বাহ্ন

‘আগামী ত্রিশ তারিখ নির্ধারণ হবে আমরা স্বাধীন থাকবো কি-না। জাতির ঘাড়ের ওপর জগদ্দল পাথর চেপে আছে। ভোটযুদ্ধের মাধ্যমে এই পাথর সরাতে হবে’। জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বগুড়ায় কর্মী সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা বুঝে গেছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরাজয় হবে। তাছাড়া এদেশের মানুষ এক নাগাড়ে আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। তাই পেটোয়ারা দিশাহারা হয়ে ড. কামাল ও আমার ওপরসহ সারা দেশে হামলা শুরু করেছে। কিন্তু হামলা যতই হোক আমরা নির্বাচন থেকে সরবো না। আমরা নির্বাচনে থাকবো। তাই ছোটখাটো সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট দিতে সহায়তা করবেন। সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে বাড়ি যাবেন না। কেউ যেন ভোট চুরি করতে না পারে। জনগণের ভোট রক্ষা হলে বিজয় আমাদের নিশ্চিত। অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে বলেন, আমি কোনো প্রার্থী নই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধি। তিনি বলেন, শুধু প্রার্থীদের ওপর হামলা নয়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল, আ স ম রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতার ওপর হামলা করেছে আওয়ামী লীগ। রব সাহেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মির্জা ফখরুল বলেন, সংলাপে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন তফসিল ঘোষণার পর কেউ গ্রেপ্তার হবে না। কিন্তু আজ সারা দেশে গণগ্রেপ্তার চলছে। এজন্য একদিন জবাবদিহি করতে হবে। তিনি বলেন, সরকারের ইশারায় নির্বাচন কমিশন চলছে। তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। আমরা হামলার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এর জবাবও দিতে হবে। মির্জা ফখরুল বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তার নির্বাচনী বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status