এক্সক্লুসিভ

যেভাবে প্রচারণা চালাচ্ছেন হাজী সেলিম

শাহনেওয়াজ বাবলু

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:১৭ পূর্বাহ্ন

গাড়িতে প্রার্থী। বাজছে গান। চলছে সমর্থকদের স্লোগান। এমনই এক অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মো. সেলিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার গতকাল ছিল পঞ্চম দিন। গত সোমাবার প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন হাজী সেলিম। গতকাল বিকেলে থেকে রাত ৯টা পর্যন্ত তিনি প্রচারণা চালান। এসময় তিনি গাড়ি বহর নিয়ে বংশাল, পোস্তা, রহমতগঞ্জ, লালবাগ এলাকায় গণসংযোগ করেন। প্রচারণার সময় তিনি প্রায় সময় গাড়িতেই ছিলেন। কিছু কিছু স্পটে গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন। প্রচারকালে ভোটারদের মাঝে কমলা ও চকলেট বিতরণ করেন। গণসংযোগের সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করলেও অসুস্থতার কারণে কারো সঙ্গে কথা বলতে পারেননি তিনি। সবার কাছে গিয়ে শুধু নৌকা নৌকা বলে ভোট চান সেলিম। প্রচারণায় তার সঙ্গে ছিলেন তার ছেলে সোলায়মান সেলিম, চকাবাজর থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবদুল আউয়াল, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রচারণার একপর্যায়ে হাজী সেলিমের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, প্রচারণার শুরুর দিন থেকে আমরা হাজী সেলিমের পক্ষে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এই আসনে নৌকার গণজোয়ার শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রচারণায় বাধা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বাধা পাইনি। আর কোনো বাধা আসলেও সেটা আমাদের আটকে রাখতে পারবে না। ৩০ তারিখ আমরা জয় নিয়েই ঘরে ফিরব।
২০১৬ সালে স্টোকে আক্রান্ত হয়ে অনেকটা বাকশক্তি হারিয়েছিলেন হাজী সেলিম। দশম সংসদ নির্বাচনে নিজ দল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এতে জয়ও পান। এবার দলের মনোনয়ন পেয়েছেন। একাধিক সূত্র জানায়, এবার দলের মনোনয়ন পেয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন হাজী সেলিম। তার একজন সমর্থক জানান, দলের মনোনয়ন পাওয়ার পর বেশ উজ্জীবিতও দেখা গেছে দীর্ঘদিন অসুস্থ থাকা হাজী সেলিমকে। মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের নিয়ে তা উদযাপনও করেন তিনি। এ সময় বেশ কিছুক্ষণ নেচেছিলেন। মনোনয়ন পাওয়ার পর হাজী সেলিমের উজ্জীবিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তার বড় ছেলে সোলায়মান সেলিম। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন বাবা। এলাকায় গণসংযোগ শুরু করেছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। গণমানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এলাকায় জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগের তিন দফা জরিপে বাবা এগিয়ে ছিলেন। আগামী নির্বাচনে জয়লাভ করে ঢাকা-৭ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন তিনি। লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোস্তাফা মহসিন মন্টু। এই দুই প্রার্থী ছাড়াও আসনের অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের খালিকুজ্জামান (মই), জাতীয় পার্টির তারেক আহমেদ আদেল (লাঙ্গল), জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক (গোলাপ ফুল), গণফ্রন্টের মোহাম্মদ রিয়াজ উদ্দিন (মাছ), বাংলাদেশ মুসলিম লীগের মো. আফতাব হোসেন মোল্লা (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রহমান (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মো. জাহাঙ্গীর হোসেন (টেলিভিশন), ন্যাশনাল পিপলস পার্টির মো. মাসুদ পাশা (আম), গণফোরামের মো. মোশাররফ হোসেন (উদীয়মান সূর্য), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ)। ২০১৪ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি মার্কায় নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন হাজী সেলিম। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন। ১৯৯৬ সালের নির্বাচনে আসনটি থেকে হাজী সেলিম জয়লাভ করলেও ২০০১ সালের নির্বাচনে তাকে হারিয়ে আলোচিত হন প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status