দেশ বিদেশ

ডা. শাহাদাতের প্রচারণায় নোমান-খসরু

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:০৬ পূর্বাহ্ন

নিজেদের আসনে নির্বাচনী প্রচারণার পাশাপাশি চট্টগ্রাম-৯ কোতোয়ালি-বাকলিয়া আসনের ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষেও প্রচারণায় নেমেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে এ আসনের লালদীঘিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তারা। এ সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে মাইকে নিজের নির্বাচনী প্রচারণার আওয়াজ শুনেন ডা. শাহাদাত হোসেন।
গত ৭ই নভেম্বর বিকালে ঢাকায় সিএমএম আদালত এলাকা থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন। এরপর একে একে ১১টি পূরনো মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়ে তাকে গত এক মাস ধরে কারাবন্দি রাখা হয়েছে।

কারাগারে থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনে প্রথমবারেরমতো ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন তিনি। আর এ আসনে প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নির্বিঘ্নে মাঠ চষে বেড়াচ্ছেন।
এ অবস্থায় নৌকার প্রার্থীকে কোনো রকম ছাড় দিতে নারাজ বিএনপি নেতাকর্মীরা। ফলে ডা. শাহাদাত হোসেনের পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন কোতোয়ালি-বাকলিয়া এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা শুক্রবার সকালে নগরীর লালদীঘি, কাজীর দেউড়ি, জামাল খান, চকবাজার ও বাকলিয়া এলাকার বিভিন্ন অলি-গলিতে গণসংযোগ করছেন।

ভোটারদের ঘরে ঘরে গেছেন। মাইকিং করে পথে-ঘাটে লিফলেট বিতরণ করে শাহাদাতের জন্য ভোট চাচ্ছেন। শাহাদাতের জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন মহিলা দলের নেতাকর্মীরাও।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, মুক্ত শাহাদাতের চেয়ে বন্দি শাহাদাত ভোটের মাঠে অনেক শক্তিশালী।
গণসংযোগ শেষে কাজীর দেউড়ি কাঁচাবাজারের সামনে একসভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাহাদাত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সজ্জন মানুষ। রাজনৈতিক দক্ষতা ও যোগ্যতার দিক থেকে এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ডা. শাহাদাত অনেক শক্তিশালী। তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার মিথ্যা গায়েবি মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে  রেখেছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকেও সরকার কারাগারে বন্দি করে রেখেছেন। আসলে সরকার বেগম জিয়া কিংবা শাহাদাতকে নয়, দেশের গণতন্ত্রকে কারাগারে বন্দি করে রেখেছে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেটা তৈরি করতে পারেনি। অন্যদিকে সরকার বিএনপি’র গণজোয়ার দেখে দিশাহারা হয়ে দমন-পীড়ন অব্যাহত রেখেছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ডা. শাহাদাত হোসেন কারাবন্দি থাকলেও তার হাজার হাজার কর্মী বাহিনী মাঠে আছে। আমাদের সবাইকে বেগম খালেদা জিয়া ও শাহাদাত হোসেনকে মুক্ত করার শপথ নিতে হবে। এজন্য জুলুম-নির্যাতন উপেক্ষা করে ৩০শে ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে।

ডা. শাহাদাতের পক্ষে প্রচারণার জন্য তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়কারী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার বলেন, কোতোয়ালি-বাকলিয়া এলাকায় ডা. শাহাদাতের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই তার শারীরিক অনুপস্থিতি ভোটের মাঠে প্রভাব ফেলবে না। তার হয়ে আমরা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। মুক্ত শাহাদাতের চেয়ে বন্দি শাহাদাত আরও শক্তিশালী।

পথসভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম সাইফুল আলম, কেএম ফেরদৌস, নগর বিএনপি’র যুগ্ম সমপাদক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আবদুল ওয়াহাব কাশেমী, ডা. সারওয়ার, মনোয়ার বেগম মনি, ফাতেমা বাদশা, জেলি চৌধুরী, কেএম আনিসুর রহমান, জিয়াউদ্দিন খালেদ, শহিদুল ইসলাম, আবুল খায়ের মেম্বার, রফিক সরদার, সফিকুল ইসলাম খোকন, আ.খ.ম জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন চৌধুরী বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের মহানগর, থানা, ওয়ার্ড নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম-১০ ডবলমুরিং এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা আসনের ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status