বাংলারজমিন

ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের প্রতিশ্রুতির ভাণ্ডার

তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা) থেকে

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

 নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। পৌষের শীত উপেক্ষা করে ভোটারদের মাঝে নানা প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা। জামাই আদরে কুশল বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের বুলি ছাড়ছেন প্রার্থীরা। আসছে ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনের বিজয় ছিনিয়ে নিতে ইতিমধ্যে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ভোট প্রার্থনায় আশ্বাসের ফুলঝুড়ি নিয়ে নির্বাচনে লড়ছেন। সবমিলে নির্বাচনী উৎসব এই আসনে। নির্বাচনী এলাকার হাট-বাজার, গ্রাম-গঞ্জের রাস্তার ওপরে দুলছে প্রার্থীদের প্রতীকী পোস্টার। বিকট শব্দে চলছে মাইকিং। নিজেদের উন্নয়নের ভাণ্ডার জাহির করতে লিফলেট বিতরণসহ পথসভা, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন প্রার্থীরা। এ সময় ভোটারদের জীবন মানোন্নয়নে নানা আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সবমিলে ভোটার এখন জামাই আদরে রয়েছে। নারী ও নতুন ভোটররা হয়েছে যেন সোনার হরিণ। নতুন ভোটারদের কদর বাড়ছে বলে একাধিক ভোটার জানান।
দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণা ততই সরব। থেমে নেই প্রার্থীরা। কোমর বেঁধে বিরামহীন গতিতে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। তাদের কর্মী-সমর্থক নিয়ে ভোরে সূর্য উঠার সঙ্গে সঙ্গেই বেড়িয়ে পড়ছেন ভোট প্রার্থনায়। দিন শেষে রাত পর্যন্ত ভোট ভিক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status