বাংলারজমিন

পাকুন্দিয়ায় নিরাপদ সড়ক কর্মসূচি বিষয়ে প্রশিক্ষণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় পাকুন্দিয়া পৌরসভার আয়োজনে ‘নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরণ/শিক্ষণ বিষয়ক’ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নবিদেপ’র সার্বিক সহযোগিতায় পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া পৌরমেয়র মো. আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন এলজিইডির ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  মোকলেছুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, নবিদেপ’র আঞ্চলিক উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান শেখ প্রমুখ। পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, নবিদেপ’র কনসালটেন্ট মো. শামছুল আরিফিন ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান প্রমুখ। পরে অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে নবিদেপ’র কনসালটেন্ট মো. শামছুল আরিফিন নিরাপদ সড়কের ওপর গণসচেতনতামূলক বিভিন্ন বিষয় অত্যন্ত সুনিপুনভাবে প্রশিক্ষণার্থীর মাঝে উপস্থাপন করেন। পৌরমেয়র মো. আক্তারুজ্জামান খোকনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি  ঘোষণা করা হয়।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status