বাংলারজমিন

লাকসামে সাংবাদিক কামরুলকে হত্যার হুমকি

লাকসাম প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি কামরুল ইসলামকে হত্যার হুমকি দেয় দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এ হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। মামলা করার পরও থানা পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। মামলার বিবরণে জানা যায়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক মানবজমিন লাকসাম প্রতিনিধি কামরুল ইসলামকে একদল দুষ্কৃতিকারী দৌলতগঞ্জ বাজারে কাপড়িয়া পট্টি খাতুন ম্যানসনে গিয়ে তাকে খুঁজতে থাকে। ওইসময় মিন্টু, রাসেল, পিয়াসের নেতৃত্বে ১০/১৫ জনের দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও পিস্তল নিয়ে হত্যার হুমকি দেয়। কি কারণে এ কথা জিজ্ঞাসা করতে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কোনো সংবাদ এখন থেকে আমাদের সংগঠনের বিরুদ্ধে না লিখতে হুমকি দেয়। এ ব্যাপারে ওইদিন রাতে লাকসাম থানায় একটি মামলা করা হয়। তাৎক্ষণিকভাবে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী মো. তাজুল ইসলাম এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানান।
এ ছাড়াও নিন্দা জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ আন্দোলন সংসদ সদস্য প্রদপ্রার্থী সেলিম মাহমুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status