ইলেকশন কর্নার

কেরানীগঞ্জে আমানপুত্রের গণসংযোগে ঢল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

ঢাকা-২ আসন কেরানীগঞ্জের কালিন্দীতে বিএনপি প্রার্থী ইরফান ইবনে আমান অমির গণসংযোগে মানুষের ঢল নামে। গতকাল সকাল ১০টায় কেরানীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে বিএনপির তরুণ প্রার্থী ইরফান ইবনে আমান অমি ব্যাপক সংখ্যক বিএনপি নেতাকর্মী নিয়ে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। মুহূর্তের মধ্যেই সেখানে মানুষের ঢল নামে। প্রথমে সে তার গাড়িতে থাকলেও পরে গাড়ি থেকে নেমে জিয়ানগর পর্যন্ত হেঁটে রাস্তার দুইপাশের দোকানদার, গ্রামবাসী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। পরে তিনি ব্রাম্মণকির্তা ও নেকরোজবাগ এলাকায় আসেন। এ সময় তিনি এলাকাবাসীদের হাত উঠিয়ে সালাম বিনিময় করেন ও শুভেচ্ছা জানান। পরে তিনি এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, নেকরোজবাগ থেকে খোলামোড়া পর্যন্ত খাল ভরাট করে আমার বাবা আমান উল্লাহ আমান রাস্তা তৈরি করে দিয়েছেন। রাস্তাটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর যোগাযোগের অনেক সুবিধা হয়েছে এবং রাস্তার দুইপাশে অনেক মার্কেট ও দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ছাড়া এলাকায় মানুষের ঘরেঘরে গ্যাস দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের ১০ বছরে কোনো গ্যাস সরবরাহ করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসলে আবার আপনাদের রান্নার জন্য গ্যাস দেয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এসব হামলা-মামলার হুমকিধামকি উপেক্ষা করে সবাইকে ৩০শে ডিসেম্বর ভোটকেন্দ্রে এসে ধানের শীষে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বান জানান। পরে সেখান থেকে তিনি মাদারীপুর, কালিন্দী, বরিশুর, মুসলিমবাগ, ভাংনা ও চড়াইল এলাকায় এসে গণসংযোগ সমাপ্তি করেন। এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা হাজি মো. খোরশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল কবীর পল, যুগ্ম আহ্বায়ক ভিপি নাজিম, কেরানীগঞ্জ মডেল থানা  যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, মডেল থানা ছাত্রদলের সহসভাপতি মো. উজ্জ্বল আহমেদ, সাধারণ সম্পাদক মো. রুবেল, মডেল থানা মহিলাদলের নেত্রী রাজিয়া সুলতানা, কৃষকদলে সাধারণ সম্পাদক মো. ইসমাইল ও মডেল থানা জাসাসের সভাপতি মো. সোহানুর রহমান সোহেল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status