বিনোদন

বিজয় দিবসে হানিফ সংকেতের ‘মুক্তির কথা বিজয়ের গান’

স্টাফ রিপোর্টার

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৩০ পূর্বাহ্ন

আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট নির্মাতা হানিফ সংকেত এবারও নির্মাণ করেছেন বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। আর এটি নির্মাণ হয়েছে ফাগুন অডিও ভিশনের ব্যানারে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী তারিন। ভিন্ন আঙ্গিকের এ অনুষ্ঠানটিতে দেশাত্মবোধক এবং বিজয়ের গান গেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ৪ সংগীত তারকা। তারা হলেন সৈয়দ আবদুল হাদী, এ্যান্ড্রু কিশোর, রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ন করা হয়। এছাড়াও মুক্তিযুদ্ধের একজন তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক মৌলভীবাজারের বিকুল চক্রবর্তীর উপর রয়েছে একটি প্রতিবেদন। যিনি প্রকৃত দেশপ্রেম, দেশ গড়ার আদর্শ, ইতিহাসের সঠিক তথ্য আহরণ এবং নতুন প্রজন্মের প্রতি দায়িত্ববোধ থেকে এ পর্যন্ত ৫১টিরও বেশি মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর আয়োজন করেছেন। এ ছাড়া রয়েছে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামক একটি ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ‘রঙিন হবে আমাদের স্কুল’ নামে একটি ব্যতিক্রমী কার্যক্রমের উপর প্রতিবেদন। যাদের উদ্যোগে শহরের বিভিন্ন স্কুলের দেয়ালে দেয়ালে বিজ্ঞাপনের জায়গায় স্থান পেয়েছে রং-তুলির আঁচড়ে আঁকা মুক্তিযুদ্ধভিত্তিক অসংখ্য ছবি। আর এই কাজটি তারা করেন প্রতি বছর ৮ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে। ‘মুক্তির কথা বিজয়ের গান’ আগামীকাল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status