খেলা

দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৫:৫৯ পূর্বাহ্ন

সিলেটে ওয়ানডে ম্যাচ এবং সিরিজ জিতে নিতে বাংলাদেশের দরকার ছিল ১৯৯ রানের। তামিম ইকবাল ও সৌম্য সরকারের জোড়া অর্ধশতকে অনায়াসে লক্ষ্য পূরণ করলো মাশরাফি বাহিনী। সিলেটে উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় দেখলো বাংলাদেশ। এতে টাইগাররা ২-১এ জিতে নিলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮১ বলে ৮০ রান করেন ওয়ানডাউন ব্যাটসম্যান সৌম্য সরকার। ইনিংসে সমান পাঁচটি চার-ছয় হাঁকান সৌম্য। ওপেনার তামিম ইকবাল খেলেন হার না মানা ৮১ রানের ইনিংস। ১০৪ বলের ইনিংসে তামিম হাঁকান ৯টি বাউন্ডারি। ৬২ বলে অর্ধশতক পূর্ণ করেন তামিম। সিরিজে এটি তামিমের টানা দ্বিতীয় ফিফটি। এর আগে ব্যক্তিগত ২৩ রানে বাজে শটে উইকেট খোয়ান অপর ওপেনার লিটন কুমার দাস। এতে ১০.১তম ওভার শেষে বাংলাদেশে সংগ্রহ দাঁড়ায় ৪৫/১-এ। তবে দ্বিতীয় উইকেটে ম্যাচজয়ী ১৩১ রানের জুটি গড়েন তামিম-সৌম্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status