প্রথম পাতা

আওয়ামী লীগ ১৬৮-২২০ আসনে জয়ী হবে

স্টাফ রিপোর্টার

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১০:২৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মনে করেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৮ থেকে ২২০টি আসনে জয় পেতে যাচ্ছে আওয়ামী লীগ। ভোট সামনে রেখে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারকে (আরডিসি) দিয়ে করানো এক জরিপের ফলাফলে এই পূর্বাভাস এসেছে বলে গতকাল ফেসবুক পোস্টে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি লিখেছেন, এই জরিপগুলোর ওপর ভিত্তি করে এবং ১৯৯১-২০০৮ এর নির্বাচনের তথ্য বিশ্লেষণ করার পর আমার বিশ্বাস যে, আওয়ামী লীগ এই নির্বাচনে ১৬৮ থেকে ২২০টি আসনে জয়লাভ করবে।

তিনি বলেছেন, আরডিসির জরিপে ৬৬ শতাংশ উত্তরদাতা এবার আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার কথা বলেছেন। এর ভিত্তিতে তিনি আশা করছেন, আগামী ৩০শে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ২০০৮ সালের নির্বাচনকেও ছড়িয়ে যাবে। গত আগস্ট মাসে করা এই জরিপে ৫১টি আসনে ৫১ হাজার নিবন্ধিত ভোটারের মতামত নেয়ার কথা জানিয়েছেন জয়। তিনি লিখেছেন, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত  সকল নির্বাচনের ফলাফল দেখে ওই ৫১টি আসন বেছে নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status