দেশ বিদেশ

আবার ব্রাসেলসমুখী তেরেসা মে

মানবজমিন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১০:২৮ পূর্বাহ্ন

আস্থা ভোটে জেতার ২৪ ঘণ্টা পূরণ না হতেই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ব্রাসেলসে যাওয়ার কথা প্রধানমন্ত্রী তেরেসা মে’র। সেখানে ইইউ নেতাদের কাছে আইরিস সীমান্ত বিষয়ে অঙ্গীকার চাইবেন তিনি। এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন। ইইউ নেতারা এই চুক্তি নিয়ে পুনরায় দরকষাকষি করার কথা নয়। তারা আগেই তা জানিয়ে দিয়েছে। তবে তারা হয়তো আইরিস সীমান্ত ইস্যুতে অস্থায়ী চুক্তি নিয়ে আরো বৃহত্তর নিশ্চয়তা দিতে পারেন। বুধবার রাতে কনজারভেটিভ দলের নেতৃত্বের প্রশ্নে আস্থা ভোটে আরো অন্তত এক বছরের জন্য টিকে গেছেন তেরেসা মে। এতে তার পক্ষে পড়েছে ২০০ ভোট আর বিপক্ষে ১১৭। ভোট শেষে ডাউনিং স্ট্রিটে বক্তব্য দেন তিনি। এ সময় ব্রেক্সিট সফল করার প্রতিশ্রুতি দেন তেরেসা মে। এছাড়া তার বিরুদ্ধে ভোট দেয়া এমপিদের উদ্বেগের কথাও শুনেছেন বলে জানান তিনি। তিনি বলেন, আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলীয় সীমান্ত বিষয়ে হাউস অব কমন্সের প্রতিক্রিয়া আমি শুনেছি। বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলে গিয়ে এ বিষয়ে আমি আইনি এবং রাজনৈতিক নিশ্চয়তা চাইব। এমপিদের এ বিষয়ে যে উদ্বেগ রয়েছে, এর মাধ্যমে তা প্রশমিত হবে। বৃহস্পতিবারের অনুষ্ঠেয় বৈঠকে ব্রেক্সিট সংক্রান্ত সমস্যাগুলোর কথা তিনি ইইউয়ের ২৭ নেতার সঙ্গে মুখোমুখি আলোচনা করতে পারবেন। তেরেসা মে ছাড়া বাকি ইইউ নেতারা নির্ধারণ করবেন এরপর কী করা যেতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status