দেশ বিদেশ

ভোট চাইতে ময়মনসিংহ যাচ্ছেন ড. কামাল

‘বিব্রত না হয়ে ইসিকে দায়িত্ব পালন করতে হবে’

স্টাফ রিপোর্টার

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১০:২৮ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনকে বিব্রত না হয়ে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রন্টের সমন্বয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বুধবার ড. কামাল হোসেন সিলেটে দরগা জিয়ারত করতে গেলে সেখানে পুলিশ হয়রানি করেছে। বাধা দেয়ার চেষ্টা করেছে। সব জায়গায় বিরোধী দলকে পুলিশ হয়রানি করছে। গণমাধ্যমে দেখলাম এতে নির্বাচন কমিশন বিব্রত হয়েছে। আমি বলবো- বিব্রত না হয়ে দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সেনাবাহিনীকে ১৫ই ডিসেম্বর থেকেই নামাতে হবে। জাফরুল্লাহ বলেন, জনগণের এখন একটাই চাওয়া। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব কিছুটা হলেও পালন করুক। তিনি বলেন, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় নয়, আমাদের কাছে তালিকা আছে। গতকালও অন্তত ২০ জায়গায় হামলা হয়েছে। সারা দেশে বিভিন্ন রকম কায়দায় হামলা হচ্ছে। তবে যেখানেই জনগণকে দেখছে, তারা পালাচ্ছে। বুধবার সিলেটে দেখলাম, গতকাল নাহিদের ওখানে দেখলাম। জনগণ হাজারে হাজারে নেমে আসছে। আর সরকারি দলের লোকজন পালাচ্ছে। কিন্তু আমরা লাঠালাঠি করতে আসি নাই। আমরা শান্তি চাই।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক। তিনি বলেন, সিলেটে মাজার জিয়ারতের পর এবার ধানের শীষের পক্ষে ভোট চাইতে ময়মনসিংহ যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আগামী সোমবার ড. কামাল হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। পথে বিভিন্ন স্থানে পথসভা করবে ঐক্যফ্রন্টের নেতারা। বক্তব্য রাখবেন কামাল হোসেন। এ ছাড়া, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। সেই মোতাবেক ১৪ই ডিসেম্বর সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ওইদিন দুপুর ২টায় মোহাম্মদপুরে ও বিকাল ৪টায় শ্যামপুরে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ ছাড়া, ১৬ই ডিসেম্বর সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বিকাল ৩টায় পল্টন থেকে বিজয় র‌্যালি বের করবে ঐক্যফ্রন্ট। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status