বাংলারজমিন

সিলেটে মুক্তাদিরের পক্ষে মাঠে ঐক্যফ্রন্ট নেতারা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৫০ পূর্বাহ্ন

সিলেট-১ আসনের বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে মাঠে প্রচারণা চালিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এ সময় লোকারণ্য হয়ে উঠে ওই এলাকা। ঐক্যফ্রন্ট নেতারা প্রচারণা চালানোর সময় ভোটারের সঙ্গেও কথা বলেন। এ সময় তারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। প্রচারণার সময় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গত ১০ বছরে ব্যাংক খাত থেকে সাড়ে ২২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে- এটা গবেষণায় প্রমাণিত। অথচ, অর্থমন্ত্রী বলেন, রাবিশ। অর্থমন্ত্রী হিসেবে তিনি যেমন ব্যর্থ, সিলেটের জনপ্রতিনিধি হিসেবেও কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারায় তিনি ব্যর্থ। তিনি বিএনপি তথা ঐক্যজোট মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরকে সিলেট-১ আসনে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, বিজয়ী হলে খন্দকার মুক্তাদির সব সময় সিলেটের মানুষের পাশে থাকবেন। পথসভায় ফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। গত ১০ বছরে ২২ হাজার মানুষ রাষ্ট্রীয়ভাবে খুন হয়েছেন। ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে এর বিচার হবে। এর আগে সকালে নগরীর কুমারপাড়ায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ করেন। পরে তারা বন্দরবাজার, কোর্টপয়েন্ট হয়ে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট, স্টেশন রোড, ভার্থখলাসহ ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে প্রচারপত্র বিলি ও পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় সিলেট-১  আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ছাড়াও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়া, বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী,  সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাদিকুর রহমান সাদিক, ইশতিয়াক সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, শ্রমিক দল নেতা সুরমান আলী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা আখতার রশিদ, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মোর্শেদ মুকুল, আবদুস সাত্তার, আবদুল হক, নজরুল ইসলাম, আবুল কালাম, কামাল হাসান জুয়েল নাজিম উদ্দিন, সাজ্জাদুর রহমান, দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রদল সভাপতি সুজিৎ জ্যোতি, নজরুল ইসলাম প্রমুখ। বিএনপি নেতারা দক্ষিণ সুরমার ভার্থখলা মাদরাসায় গেলে সেখানে এক দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভার্থখলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মজুদ্দিন আহমদ। সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় মেয়রপত্নী, বিএনপি নেত্রী সামা হকের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীবৃন্দকে সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status