খেলা

হারে শেষ জুভেন্টাস-ম্যানইউর

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২৫ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বের শেষটা সুখকর হলো না জায়ান্ট দল জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের। দুই দল আগেই নকআউট পর্ব নিশ্চিত করে। কিন্তু শেষ রাউন্ডের খেলায় প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়ে ফিরে তারা। জুভেন্টাসকে ২-১ গোলে ইয়াং বয়েজ ও ম্যানইউর বিপক্ষে একই ব্যবধানে জয় পায় স্বাগতিক ভ্যালেন্সিয়া। গ্রুপ পর্বে জুভেন্টাস ও ম্যানইউর এটি দ্বিতীয় হার। দুইদল এর আগে একে অপরের মাঠে জয় কুড়ায়। আর ম্যানইউর ওপরে থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো রাউন্ড নিশ্চিত করে জুভিরা। নিজেদের আগের ম্যাচে মৌসুমের সবচেয়ে বড় জয় দেখে ম্যানইউ। প্রিমিয়ার লীগে ফুলহ্যামকে ৪-১ হারানো ম্যাচের একাদশ থেকে ৮টি পরিবর্তন আনেন কোচ হোসে মরিনহো। দুই ম্যাচ পর একাদশে ফিরে ৯০ মিনিটই খেলেন ফ্রেঞ্চ তারকা পল পগবা। ম্যাচ শেষে একাদশ নিয়েই হতাশা ঝরে মরিনহোর কণ্ঠে। আর চ্যাম্পিয়ন্স লীগে ম্যানইউর বিপক্ষে অষ্টমবারের দেখায় প্রথম জয়ের স্বাদ নেয় ভ্যালেন্সিয়া। দুই দলের মধ্যকার আগের ৭ ম্যাচে ৫ ড্র ও ২টিতে হার দেখে স্প্যানিশ ক্লাবটি। ম্যানইউর বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে ভ্যালেন্সিয়াকে লিড এনে দেন তরুণ স্প্যানিয়ার্ড মিডফিল্ডার কার্লোস সোলার। বিরতির পর দ্বিতীয় মিনিটেই ডিফেন্ডার ফিল জোনসের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে ম্যানইউর হয়ে সবশেষ আত্মঘাতী গোলটিও করেছিলেন জোনস (২০১১ সালে বেনফিকার বিপক্ষে)। ৮৭ মিনিটে ম্যানইউর হয়ে একটি গোল পরিশোধ করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘আমরা বল পায়ে স্বাচ্ছন্দ্যে থাকলেও লক্ষ্যে অবিচল ছিলাম না। বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ভেবেছি ভিন্ন কিছু হবে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে ভ্যালেন্সিয়ার হাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায়। এ ম্যাচ থেকে আমি কিছু শিখতে পারিনি। কোনো কিছু আমাকে অবাক করেনি। আমি খেলোয়াড়দের কাছ আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলাম।
সুইস ক্লাব ইয়াং বয়েজের হয়ে জোড়া গোল করেন ৩৪ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার গুইলাউম হোরায়ু। এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে টানা সাতবারের সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ৮০ মিনিটে জুভিদের হয়ে একটি গোল পরিশোধ করেন বদলি হিসেবে নামা পাওলো দিবালা। এতে একটি রেকর্ড গড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের এক আসরে একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে কমপক্ষে ৪ গোল করার কৃতিত্ব দেখান দিবালা। সবশেষ ২০০১-০২ মৌসুমে সেল্টিকের বিপক্ষে এই কীর্তি গড়েন সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকার ডেভিড ত্রেজেগুয়েট। ইয়াং বয়েজের বিপক্ষে নিজ মাঠে দিবালার হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পেয়েছিল জুভেন্টাস।  ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো জুভেন্টাস। ১০ পয়েন্টে দ্বিতীয় স্থানে ম্যানইউ। তৃতীয় স্থানে থেকে আগেই ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডের টিকিট কাটে ভ্যালেন্সিয়া (৮)। ইয়াং বয়েজের সংগ্রহ ৪ পয়েন্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status