খেলা

৬ গোল ২ লাল কার্ডের ম্যাচ

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ২:১৮ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে আয়াক্স আমস্টারডামের মাঠে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করে বায়ার্ন মিউনিখ। গোল উৎসবের চেয়ে আলোচনায় ২টি লাল কার্ড। কারাতে ভঙ্গিতে আয়াক্সের আর্জেন্টাইন লেফটব্যাক নিকোলাস টাগলিয়াফিকোর মাথায় কিক করে সরাসরি লাল কার্ড দেখেন টমাস মুলার। ম্যাচে ছড়ার উত্তেজনা। তার আগে বায়ার্ন মিডফিল্ডার লিওন গোরেজকাকে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন আয়াক্স সেন্টারব্যাক ম্যাক্সিমিলিয়ান উবার। ৬৭ মিনিটে আয়াক্স দশজনের দলে পরিণত হওয়ার ৮ মিনিট বাদেই একই অভিজ্ঞতা হয় বায়ার্নের। শেষ ১৩ মিনিটে হয় ৪ গোল। এর দুইটি গোল আসে পেনাল্টি থেকে। ৮২ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলে আয়াক্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সার্বিয়ান মিডফিল্ডার দুসান টাডিচ। পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলে বায়ার্নকে ম্যাচে ফেরান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। ৯০ মিনিটে বায়ার্নের হয়ে তৃতীয় গোল করেন ফ্রেঞ্চ উইঙ্গার কিংসলে কোম্যান। আর ইনজুরির সময়ের পঞ্চম মিনিটে টাগলিয়াফিকোর গোলেই ফলাফল ৩-৩ করে স্বাগতিকরা। প্রথমার্ধের ১৩ মিনিটে লেভানদোস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৬১ মিনিটে আয়াক্সকে সমতায় ফেরান টাডিচ। বায়ার্নকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো আয়াক্স। ‘ই’ গ্রুপের অপর ম্যাচে এইকে অ্যাথেন্সকে ১-০ গোলে হারায় বেনফিকা। গ্রুপের ৬ ম্যাচেই হার দেখলো গ্রিসের ক্লাবটি। ৬ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ১৪ পয়েন্ট। ১২ পয়েন্টে তৃতীয় স্থানে আয়াক্স। ৭ পয়েন্টে তৃতীয় স্থান নিয়ে ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডে খেলবে বেনফিকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status