শেষের পাতা

১৩ মামলায় মিলনের জামিন

স্টাফ রিপোর্টার

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে ১৩ মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে স্থায়ী জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

গতকাল বুধবার কারাবন্দি এহসানুল হক মিলনের পক্ষে ১৪টি মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ জামিন দেন।

আদালতে মিলনের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এসএম মুনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

মালয়েশিয়া থেকে দেশে আসার পর গত ২৩শে নভেম্বর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন এহসানুল হক মিলন। এরপর থেকে তিনি চাঁদপুরের কারাগারে আছেন। তার নামে ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এহসানুল হক মিলন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেন মনোনয়ন পান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status