দেশ বিদেশ

একদিন নির্বাচন থাকবে না কিন্তু আমাদের বসবাস করতে হবে: আব্বাস

স্টাফ রিপোর্টার

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৪ পূর্বাহ্ন

 বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এই নির্বাচন একদিন থাকবে না। প্রার্থিতাও একদিন থাকবে না। কিন্তু আমাদের সবাইকে এখানেই বসবাস করতে হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাজাহানপুরের নিজ বাসায় ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের কর্মিসভার পূর্বে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমি ভেবেছিলাম সারা দেশের চিত্র যাই হোক আমার এলাকায় কোনো সহিংসতা হবে না। কারণ আমার বাড়ি এই শাজাহানপুরে। এখান থেকে আমার ওপর বা আমার পরিবারের হামলা করে পার পাওয়ার মতো কোনো শক্তি নেই। তার পরও নির্বাচনী প্রচারণা চালানোর সময় আমার স্ত্রী আফরোজা আব্বাসের ওপর সশস্ত্র হামলা হয়েছে। আফরোজাকে বাঁচাতে গিয়ে আমাদের গাড়ির চালক রশিদ মারাত্মক আহত হয়েছেন। তিনি প্রায় ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ। তার রানের উপর কোপ লেগে মারাত্মক জখম হয়েছে। ২২টি সেলাই লেগেছে। আঘাত ৬ ইন্সির মতো ভেতরে গিয়ে একেবারে হাড়ও কেটে গিয়েছে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আব্বাস বলেন, আমি জানি না কোন অপশক্তির সাহসে তারা বিএনপির প্রার্থীর জীবননাশের চিন্তা করেছে। কিন্তু যারা এটা করেছে তারা মোটেও ঠিক কাজ করেনি। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের স্বরূপে আত্ম প্রকাশ করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার বলছেন বিএনপি নির্বাচন থেকে সরে যেতে চায়। অন্যদিকে আমরা বারবার বলছি কোনো অবস্থাতেই আমরা সরবো না। এজন্যই তারা ধরে নিয়েছে বিএনপি মাঠে থাকলে তাদের নৌকার হালে পানি পাবে না। এজন্য তারা প্রার্থীদের ওপর হামলা শুরু করেছে। আব্বাস বলেন, একদিকে নারকীয়ভাবে আমাদের উপর সরকারি দলের পেটোয়া বাহিনী হামলা চালাচ্ছে। অন্যদিকে পুলিশ বাহিনী হামলা চালাচ্ছে। এই অবস্থায় আমাদের নির্বাচন পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। আমাদের জীবন রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু সেটা করাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে আমি যখন সংবাদ সম্মেলনে কথা বলছি তখন এখান থেকে বের হওয়ার সময় গেটের বাইরে থেকে সাদা পোশাকধারী পুলিশ আমাদের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সংবাদ সম্মেলনের পরে আফরোজা আব্বাসের ওপর হামলার সময় ক্ষতিগ্রস্ত গাড়ি সাংবাদিকদের দেখান মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status