বাংলারজমিন

চমক দেখাতে চান কাদের

নুুরুল আমিন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জের মাটি নৌকার ঘাঁটি। এ ধরনের একটি কথা এলাকায় প্রচলিত থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবারের হিসাবনিকাশ ভিন্ন। হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে চিরচেনা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে মনোনয়ন না দিয়ে অপরিচিত ড. আহম্মেদ আব্দুল কাদেরকে ঐক্যফ্রন্ট থেকে মনোনীত করে প্রেরণ করায় নড়েচড়ে বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহম্মেদ আঃ কাদের খেলাফত মজলিসের মহাসচিব। আওয়ামী লীগের নেতারা বলেন, এবারই প্রথম এ আসনে জামায়াত নেতাকে প্রার্থী করেছে ঐক্যফ্রন্ট। তাই তারা এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আঃ রশিদ মাস্টার ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন, এবারের নির্বাচন আরো কঠিন হবে। আহম্মেদ আঃ কাদেরকে অপরিচিত লোক, দুর্বল লোক ভাবলে বড় ধরনের ভুল হবে আওয়ামী লীগের। এদিকে বিএনপির নেতাকর্মীরা আঃ কাদেরকে মনোনয়ন দেয়ায় প্রথমে ক্ষোভে ফেটে পড়েছিলেন। কাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিএনপির নেতাকর্মীরা। ফেসবুকে ওই প্রার্থীকে জুতা প্রদর্শন করে বিএনপির সমর্থকরা। তবে আব্দুল কাদের আগ বাড়িয়ে সৈয়দ মোহাম্মদ ফয়সলের সঙ্গে দেখা করে আসার পর বিএনপি শিবিরে বরফ পড়তে শুরু করেছে। হবিগঞ্জ-৪ সংসদীয় আসনটিতে বরাবরই আওয়ামী লীগ জয়লাভ করে। সেই প্রাদেশিক পরিষদ নির্বাচন থেকে শুরু করে আজ অবধি ৭ বার জয়লাভ করেন নৌকার প্রার্থী। এ আসনে একবার জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সৈয়দ মোহাম্মদ কায়সার। দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ের মালা গলায় পরেন অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি এবারো নৌকার টিকিট নিয়ে নির্বাচনী মাঠে এসেছেন। প্রথম প্রথম নানা বিষয় নিয়ে তার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের মন কষাকষি ছিল। ৭ই ডিসেম্বর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠানের পর সেই মতবিরোধের অবসান ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এদিকে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আহম্মেদ আব্দুল কাদের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে প্রথম সভা করেছেন। তিনি দুই উপজেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দুই একদিনের মধ্যেই আলোচনায় বসবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ আসনে এবার ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াইটা হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মাঝে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status